Ranveer Kapoor

বিয়ের দেরি নেই

আগামী বছরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছে এই জুটি। বাকিটা শুধু সময়ের অপেক্ষা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০০:১৭
Share:

আলিয়া-রণবীর

অতিমারি না হলে হয়তো এ বছরেই গাঁটছড়া বাঁধতেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। নিজেদের সম্পর্ক বা বিয়ে নিয়ে এর আগে এতটা সরাসরি কথা বলতে দেখা যায়নি রণবীরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়াকে ‘আমার গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেন রণবীর। তাঁর কথায়, ‘‘আমার গার্লফ্রেন্ড আলিয়া লকডাউনে অনেক কিছু শিখেছে। গিটার ক্লাস থেকে শুরু করে স্ক্রিনরাইটিং... আরও কত ক্লাস করেছে। আলিয়া ওভারঅ্যাচিভার, ওর পাশে নিজেকে আন্ডারঅ্যাচিভার মনে হয়।’’ এর পরে তাঁদের বিয়ের প্রসঙ্গে রণবীর বলেন, ‘‘অতিমারি না হলে এ বছরেই তা সারা হয়ে যেত। কিন্তু এখনই এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমার জীবনের লক্ষ্যগুলোর মধ্যে এটিতে খুব তাড়াতাড়ি টিকচিহ্ন দিতে চাই।’’ আগামী বছরেই কি শুভ কাজ সারছেন? উত্তরে ‘‘আশা করছি,’’ বলেন রণবীর। লকডাউন শুরু হওয়ার দিনকয়েকের মধ্যেই আলিয়া শিফট করেন রণবীরের অ্যাপার্টমেন্টে। ঋষি কপূরের অসুস্থতার সময় ও প্রয়াণের পরেও কপূর পরিবারের সঙ্গে ছিলেন আলিয়া। সম্প্রতি রণবীর যে বিল্ডিংয়ে থাকেন, সেই বিল্ডিংয়েই নতুন ফ্ল্যাট কেনেন তিনি। আগামী বছরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছে এই জুটি। বাকিটা শুধু সময়ের অপেক্ষা...

Advertisement

ওই সাক্ষাৎকারেই নিজের আগামী প্রজেক্ট নিয়েও কথা বলেছেন রণবীর। জানালেন, নতুন বছরে তিনি সন্দীপ ভঙ্গার ছবিটি করবেন। তবে সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে বহু আলোচিত ‘বৈজু বাওরা’ ছবিটি প্রসঙ্গে রণবীরের বক্তব্য, ‘‘ওটা গুজব। আমি অন্তত কিছু জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement