আলিয়া ভট্ট

কেনিয়ায় একান্তে ছুটি কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রণবীর-আলিয়া

বৃহস্পতিবার নিজের ইন্সটা আকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন আলিয়া। ছবিতে দেখা যাচ্ছে ভোরের আলো গায়ে মাখছেন তিনি। খোলা চুলে হাত বোলাচ্ছে সকালের মিষ্টি রোদ। ক্যাপশনে আলিয়া লিখেছেন,“সকাল হয়েছে। সূচনা হয়েছে নতুন দিনের।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৭
Share:

ছুটি কাটাচ্ছেন রনবীর এবং আলিয়া

অম্বানীর অ্যান্টিলিয়াতে গণেশ চতুর্থী কাটিয়ে লাভ বার্ডস রণবীর কপূর এবং আলিয়া ভট্ট উড়ে গিয়েছেন সুদূর কেনিয়া। ব্যস্ত দু’জনেই। তা সত্ত্বেও নিজেদের জন্য ঠিক সময় বার করে নেন ওই জুটি। কিছু দিন আগেই বেড়িয়ে এসেছেন ইউরোপ। তাঁদের ইউরোপ ট্রিপের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল সাইটে। এবারের গন্তব্য কেনিয়া।

Advertisement


বৃহস্পতিবার নিজের ইন্সটা আকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন আলিয়া। ছবিতে দেখা যাচ্ছে ভোরের আলো গায়ে মাখছেন তিনি। খোলা চুলে হাত বোলাচ্ছে সকালের মিষ্টি রোদ। ক্যাপশনে আলিয়া লিখেছেন,“সকাল হয়েছে। সূচনা হয়েছে নতুন দিনের।”

Advertisement

Morning is here, the day is new, perhaps this is where the light breaks through🌞

A post shared by Alia 🌸 (@aliaabhatt) on


কিন্তু ছবিতে তো কোথাও দেখা যাচ্ছে না রণবীর কে। তবে কি তিনি যাননি সঙ্গে? প্রশ্ন উঠতেই পারে। এখানেই চমক। পাপারাৎজির জাল বিছানো সর্বত্র। এক ফটোগ্রাফারের ক্যামেরায় একই সঙ্গে বন্দী হয়েছেন ওই দু’জন।আলিয়ার হাতে ডিএসএলআর ক্যামেরা। দু’জনের মুখেই মিষ্টি হাসি। এক সঙ্গে যে ভালই উপভোগ করছেন কেনিয়া ট্রিপ তা বেশ আঁচ করা যাচ্ছে।

Thank you Rabeeca Hameed our follower from Kenya for this cool capture of love birds #aliabhatt #ranbirkapoor ❤❤. I'm sure we will get too see what Alia captured on her Instagram. #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

আরও পড়ুন-‘ভুতুড়ে জাহাজ’ নিয়ে ভিকি আসছে খুব শীঘ্রই...

আরও পড়ুন- মধুমিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ, কী বললেন সৌরভ?

কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ওই জুটির বিয়ে সংক্রান্ত নানা খবর উড়ে বেড়াচ্ছে। কেউ বলছেন এই বছরের শেষেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। আবার কারও মতে তা গড়াবে পরের বছর। সে সব নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি রনবীর বা আলিয়া। আপাতত তাঁরা বুঁদ কেনিয়া ট্যুর-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement