Alia Bhatt

কাছের কাকে হারিয়ে এত মন খারাপ আলিয়ার?

আলিয়ার পোস্টে শোকপ্রকাশ করেছেন ভূমি পেডনেকর, মৌনি রায়, জোয়া আখতর, ঈশা গুপ্ত এবং শিল্পা শেট্টির মতো তারকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২০:২৫
Share:

আলিয়া ভট্ট।

মন ভাল নেই আলিয়া ভট্টের। শুক্রবার তাঁর পোষ্য বিড়াল ‘শিবা’-কে হারিয়েছেন অভিনেত্রী।

Advertisement

সন্তানস্নেহে শিবাকে ধরে রেখেছেন আলিয়া। তার গালের সঙ্গে গাল মিশিয়ে দিয়ে হাসছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শিবাকে শেষ বিদায় জানালেন আলিয়া। লিখলেন, ‘গুড বাই মাই এঞ্জেল।’ বরাবরই আলিয়ার খুব কাছের তাঁর পোষ্যরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়, কাজের বাইরে বেশির ভাগ সময়টাই তাদের সঙ্গে কাটত আলিয়ার। শিবাকে হারানো ঠিক যেন কাছের মানুষকে হারানোর মতোই কষ্টকর তাঁর কাছে।

আলিয়ার পোস্টে শোকপ্রকাশ করেছেন ভূমি পেডনেকর, মৌনি রায়, জোয়া আখতর, ঈশা গুপ্ত এবং শিল্পা শেট্টির মতো তারকারা।

Advertisement

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

আলিয়ার মতোই আজ মন কেমন মা সোনি রাজদানের। শিবার ছবি পোস্ট করে তিনি লিখলেন, “এক জন প্রকৃত রানির নামেই আমরা তোমার নাম শিবা রেখেছিলাম। কারণ তুমি প্রথম দিন থেকে রাজকীয় স্বভাবের ছিলে। আমার সকালগুলো আর আগের মতো হবে না। আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।” সোনির পোস্টে রণবীরের দিদি রিদ্ধিমা কপূর সমবেদনা জানিয়েছেন।

A post shared by Soni Razdan (@sonirazdan)

আরও পড়ুন: ভাই শাহরুখকে রাখি পরানোর আমন্ত্রণ জানিয়ে দিলেন দিদি মমতা

কিছু দিন আগেই রাজস্থানে রণথম্বোরে পরিবার-সহ ছুটি কাটিয়ে এসেছেন রণবীর-আলিয়া। কিন্তু বাড়ি ফিরতেই আদরের শিবার চলে যাওয়ায় ফের মন খারাপের কালো মেঘ আলিয়ার আকাশে।

আরও পড়ুন: বয়ান রেকর্ড করতে বান্দ্রা থানায় কঙ্গনা এবং দিদি রঙ্গোলি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement