Akshay Kumar

Akshay-Shahrukh: অক্ষয়ের কাছে শাহরুখকে ফোন করার অনুরোধ দর্শকের, তার পর?

কপিলের অতিথির কাছে শাহরুখকে ফোন করার অনুরোধ করেছিলেন তিনি। সেই দর্শকের অনুরোধ রেখেছেন অক্ষয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৯:৪৬
Share:

অক্ষয় কুমার-শাহরুখ খান

ভালবাসার জন্য মানুষ কী না করে! সম্প্রতি তারই উদাহরণ পাওয়া গেল কপিল শর্মার অনুষ্ঠানে। ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘বেল বটম’ ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার। সঙ্গে ছিলেন বাণী কপূর এবং হুমা কুরেশি। তখনই অক্ষয়ের কাছে অদ্ভুত আবদার করে বসলেন এক মহিলা দর্শক।

Advertisement

কপিলের অতিথির কাছে শাহরুখকে ফোন করার অনুরোধ করেছিলেন তিনি। সেই দর্শকের অনুরোধ রেখেছেন অক্ষয়। সকলের সামনে মঞ্চে দাঁড়িয়েই শাহরুখকে ফোন করেছিলেন তিনি। কিন্তু ‘কিং খান’-এর ফোন তখন বন্ধ। শাহরুখের এই অনুরাগীর মন রাখতে তাঁর অন্য একটি নম্বরেও ফোন করেন অক্ষয়। কিন্তু তবুও ধরা যায়নি ‘ডন’-কে।

অক্ষয়ের চেষ্টার পরেও সেই অনুরাগী হাল ছাড়তে নারাজ! শেষমেশ তিনি শাহরুখের স্ত্রী গৌরীকে ফোন করার অনুরোধ করেন অক্ষয়কে। শাহরুখের অনুরাগীর এই অনুরোধ শুনে হাসি থামাতে পারেননি বাণী এবং হুমা। সঞ্চালক কপিল রসিকতা করে অক্ষয়ের উদ্দেশে বলেন, “সকলে আপনাকেই দোষ দেবে। গৌরী ভাবি বলবেন, অক্ষয় শাহরুখকে বিগড়ে দিয়েছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement