ফের আরও এক স্পোর্টস বায়োপিক। হিড়িকটা শুরু হয়েছিল ‘চক দে ইন্ডিয়া’ দিয়ে। তার পরে যদিও একটা লম্বা গ্যাপ। ফের জোয়ার আনল ‘ভাগ মিলখা ভাগ’। এর পরে মাত্র তিন বছরে বলিউডে স্পোর্টস বায়োপিকের সংখ্যা ইতিমধ্যেই প্রায় চার ছুঁই ছুঁই। ‘মেরি কম’, ‘আজহার’ থেকে শুরু করে সর্বশেষ ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’— আপাতত বায়োপিক জ্বরে কাবু বলি-পাড়া। বছরের শেষেই ‘দঙ্গল’ নিয়ে আসছেন মিস্টার পারফেকশনিস্ট।
এর মধ্যেই ফের বায়োপিক নিয়েই পর্দায় আসতে চলেছেন বি-টাউনের খিলাড়ি। ‘এয়ারলিফ্ট’ এবং ‘রুস্তম’-এর পর এ বার স্পোর্টস বায়োপিকে বাজিমাত করতে চাইছেন অক্ষয় কুমার। সংবাদ সংস্থা সূত্রে খবর এ বার নাকি স্বাধীন ভারতের প্রথম অলিম্পিকে সোনা জয়ী হকি তারকা বলবীর সিংহের ভূমিকায় দেখা যাবে আক্কিকে। সম্প্রতি ছবির প্রথম পোস্টার টুইটারে আপলোড করেছেন খোদ নায়ক। কিন্তু, পোস্টারে কোথাও বলবীর সিংহের নাম উল্লেখ নেই। তেরঙা ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র একটি গোল্ড মেডেল। ছবির নামও ‘গোল্ড’। তবে বলবীর সিংহের চরিত্রে অক্ষয়কে দেখতে এখনও অপেক্ষা দেড় বছরের। কারণ ২০১৮-র ১৫ অগস্ট মুক্তি পাবে রেমা কাগতির পরিচালিত ‘গোল্ড’।
১৯৪৮ সালের অলিম্পিকে ভারতীয় হকি টিম সোনা জিতেছিল। এই টিমের ভাইস-ক্যাপ্টেন ছিলেন বলবীর। পরে ১৯৫২ এবং ১৯৫৬-র অলিম্পিকেও সোনা জেতে ভারতীয় হকি দল। সেই সময় বলবীরই ছিলেন ক্যাপ্টেন। এই সাফল্যের পরেও খ্যাতির অন্তরালেই থেকে গিয়েছেন বলবীর। বলবীরের জীবনের সাফল্য-ব্যর্থতার কথাই ৭৫ মিমি-র চৌখুপিতে ধরতে চাইছেন পরিচালক। ছবিটি প্রযোজনা করছেন ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধওয়ানি।
আরও পড়ুন, আলিয়ার বয়ফ্রেন্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন মহেশ ভট্ট!
অলিম্পিকে সোনাজয়ী হকি প্লেয়ার বলবীর সিংহ। ছবি: টুইটারের সৌজন্যে