Akshay Kumar

মাকে নিয়ে ক্যাসিনোয় সময় কাটালেন অক্ষয়

অক্ষয়কুমারের মা বয়সকে বুড়ো আঙুল দেখালেন। মায়ের ইচ্ছেই অক্ষয়ের কাছে শেষ কথা। অতএব, দু’জনে মিলে ক্যাসিনো যাত্রা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০০:০০
Share:

অক্ষয়

সাধারণত বাবা-মায়েরা বয়সকালে তীর্থ করতে চান। অনেকে আবার ঘরকুনো হয়ে পড়েন। কিন্তু অক্ষয়কুমারের মা বয়সকে বুড়ো আঙুল দেখালেন। মায়ের ইচ্ছেই অক্ষয়ের কাছে শেষ কথা। অতএব, দু’জনে মিলে ক্যাসিনো যাত্রা। মায়ের জন্মদিন উপলক্ষে সম্প্রতি তাঁকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছিলেন অক্ষয়। সেখানে ক্যাসিনোয় নিয়ে যাওয়ার ভিডিয়ো অভিনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করা উচিত। বার্থডে গার্ল যেমন করেছে। গত সপ্তাহে সিঙ্গাপুরে মাকে তাঁর সবচেয়ে পছন্দের জায়গা, ক্যাসিনোয় নিয়ে গিয়েছিলাম।’

Advertisement

অক্ষয় তাঁর পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন দিব্যি ব্যালান্স করে চলেন। এর আগেও তিনি তাঁর মাকে নিয়ে নানা জায়গায় বেড়াতে গিয়েছেন। বয়সজনিত কারণে অভিনেতার মা হুইলচেয়ারে আসীন। অক্ষয় সে ভাবেই মাকে নিয়ে কিছু দিন আগে লন্ডন গিয়েছিলেন। সে ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement