Akshay Kumar

প্রিয়জনকে হারালেন অক্ষয়, পরিবারে শোকের ছায়া

শোকের ছায়া নেমে এল অক্ষয় কুমারের পরিবারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২০ ১৯:১১
Share:

অক্ষয় কুমার।

চলছে তৃতীয় দফার লকডাউন। এরই মাঝে শোকের ছায়া নেমে এল অক্ষয় কুমারের পরিবারে। শুক্রবার রাতেই মারা গেলেন অক্ষয়ের তুতো ভাই শচীন কুমার। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার হঠাৎই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।

Advertisement

শচীন নিজেও অভিনেতা ছিলেন। একতা কপূরের ধারাবাহিক ‘কহানি ঘর ঘর কি’-তে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ছবি তোলারও শখ ছিল তাঁর।

ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছতেই শচীনের বাড়ি পৌঁছে যান তিনি। শচীনের মৃত্যুতে বলিউডেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা রাকেশ পাল এ দিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সারাজীবন তোমার ওই হাসি মুখ মনে থাকবে ভাই। এত তাড়াতাড়ি চলে গেলে। ”

Advertisement

শচীনের ছবি শেয়ার করে শোকপ্রকাশ করেছেন অভিনেতা রাকেশ

অভিনেতা বিকাশ শেঠিও লেখেন, “একসঙ্গে কাজ করিনি ঠিকই কিন্তু প্রতিটি গেট-টুগেদারে তুমি আসতে। একসঙ্গে কত জায়গায় বেড়াতে গিয়েছি। সেই সবই এখন স্মৃতি হিসেবেই রয়ে গেল।”

আরও পড়ুন- ইমরান হাসমিকে সলমনের থেকেও বেশি ঘৃণা করেন ঐশ্বর্যা! কেন জানেন

অক্ষয়ের সঙ্গেও শচীনের সম্পর্ক বেশ ভালই ছিল। মুম্বইয়ের ওবেরয় স্প্রিং-এ থাকতেন তিনি। ওই একই কমপ্লেক্সে থাকেন রাজকুমার রাও, ভিকি কৌশল, চিত্রাঙ্গদা সেনের মতো অভিনেতারা। কিছু দিন ওই কমপ্লেক্সে এক ব্যক্তির করোনা ভাইরাস ধরা পড়ায় এলাকা সিল করে দেওয়া হয়েছিল। তবে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ায় আপাতত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement