Akshay Kumar

বেয়ারের সঙ্গে অক্ষয়

দক্ষিণী তারকা রজনীকান্ত শুট করেছেন বন্দিপুর টাইগার রিজ়ার্ভে। অক্ষয়ও শুট করবেন বন্দিপুরেই। তার জন্য বুধবার তিনি মাইসুরুতে পৌঁছেও যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০০:০১
Share:

অক্ষয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুপারস্টার রজনীকান্তের পরে অক্ষয়কুমারকে দেখা যাবে বেয়ার গ্রিলসের শোয়ে। অক্ষয় বরাবরই অ্যাডভেঞ্চার ভালবাসেন। তার উপরে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল নায়ক তিনি। সেই কারণেই হয়তো বলিউড থেকে তাঁকে নির্বাচন করা হয়েছে ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’-এর স্পেশ্যাল এপিসোডের জন্য।

Advertisement

জনপ্রিয় সঞ্চালক বেয়ারের শোয়ে প্রথম ভারতীয় অতিথি ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর এপিসোডটি ছিল জিম করবেট ন্যাশনাল পার্কে। এই এপিসোডটি বিপুল জনপ্রিয়তা পায়। মনে করা হচ্ছে, সে কারণেই নির্মাতারা ভারতের অন্যান্য নামী ব্যক্তিদের নিয়ে শো করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণী তারকা রজনীকান্ত শুট করেছেন বন্দিপুর টাইগার রিজ়ার্ভে। অক্ষয়ও শুট করবেন বন্দিপুরেই। তার জন্য বুধবার তিনি মাইসুরুতে পৌঁছেও যান। ‘ইনটু দ্য ওয়াইল্ড...’-এর পাশাপাশি বেয়ারের আর একটি শো ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে চলছে। সেখানে মূলত আন্তর্জাতিক সেলেবরাই অংশ নিয়ে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement