Akshay Kumar

Akshay Kumar: তোমার কথা খুব মনে পড়বে, ১২ বছরের সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ অক্ষয়

ক্লিওর জন্য শোক প্রকাশ করেছেন সোনালি বেন্দ্রে, ববি দেওল, অমৃতা অরোরা এবং ডাব্বু রত্নানির মতো তারকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৭:১৮
Share:

অক্ষয়ের মন ভারাক্রান্ত।

পরিবারের সদস্যকে হারালেন অক্ষয় কুমার। টুইটারের মাধ্যমে পোষ্য কুকুরের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা স্বয়ং।

চার পেয়ে সন্তানের সঙ্গে ছবি দিয়ে তাঁর বেদনা প্রকাশ, ‘আমাদের হৃদয়ের একটা অংশ আজ তুমি নিয়ে চলে গেলে। শান্তিতে থেকো, ক্লিও। তোমার কথা খুব মনে পড়বে ।’

অক্ষয়ের মতো টুইঙ্কলেরও মন ভারাক্রান্ত। চারপেয়ে সন্তানের পরিচর্যা করার, তার খেলা করার ছবি-ভিডিয়ো দিয়ে লিখেছেন, ‘আমাদের ক্লিও চলে গেল। ওর সঙ্গে ১২টা বছর খুব সুন্দর করে কাটিয়েছি আমরা। জানি না, কী ভাবে একই সঙ্গে আমার মনটা এত ফাঁকা আবার ভারাক্রান্ত লাগছে। শুধু জানি, এ রকমই অনুভূতি হচ্ছে।’

Advertisement

ক্লিওর জন্য শোক প্রকাশ করেছেন সোনা্লি বেন্দ্রে, ববি দেওল, অমৃতা অরোরা এবং ডাব্বু রত্নানির মতো তারকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement