Bhool Bhulaiyaa 2

‘ভুলভুলাইয়া’-র সিক্যুয়েলে বিশেষ চরিত্রে অক্ষয়!

২০০৭-এ ‘ ভুলভুলাইয়া’-র মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। ওই ছবির সিকুয়েলে মূল চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনাও চলছিল বিস্তর। গত ১৯ অগস্ট ‘ভুলভুলাইয়া ২’-এর ফার্স্টলুক প্রকাশ পায়। দেখা যায়, মুখ্য চরিত্রে অক্ষয় নয়, রয়েছেন বি-টাউনের ‘চকোলেট বয়’ কার্তিক আরিয়ান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ১৮:৩৮
Share:

অক্ষয় এবং কার্তিক

‘ভুলভুলাইয়া ২’-এ ‘স্পেশাল অ্যাপিয়ারেন্স’-এ দেখা যেতে পারে খিলাড়ি কুমারকে। পরিচালকের তরফে আভাস মিলেছে সে রকমই।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অনীশ বাজমি বলেন, “অক্ষয়ের সঙ্গে আমি অতীতেও ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’ ইত্যাদি ছবিতে কাজ করেছি। আমার সঙ্গে তাঁর বরাবরই সুসম্পর্ক রয়েছে। উনি যদি এই ছবিতে কাজ করেন তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। অক্ষয়কে ভেবে একটি চরিত্র লেখা হচ্ছে। আশা করছি চরিত্রটি ওনার ভাল লাগবে।” পরিচালক আরও জানান, অক্ষয় ছবিটিতে অভিনয় করতে রাজি হলে তাঁর থেকেও বেশি খুশি হবেন কার্তিক আরিয়ান।যদিও অক্ষয়ের চরিত্রটি ঠিক কী হতে চলেছে তা নিয়ে মুখ খোলেননি পরিচালক।

আরও পড়ুন-বন্ধ হয়ে গেল কপূর পরিবারের সত্তর বছরের গণেশ পুজো!

Advertisement

আরও পড়ুন- মানসিক অবসাদে মুম্বইয়ে আত্মঘাতী উঠতি অভিনেত্রী

২০০৭-এ ‘ ভুলভুলাইয়া’-র মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। ওই ছবির সিকুয়েলে মূল চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনাও চলছিল বিস্তর। গত ১৯ অগস্ট ‘ভুলভুলাইয়া ২’-এর ফার্স্টলুক প্রকাশ পায়। দেখা যায়, মুখ্য চরিত্রে অক্ষয় নয়, রয়েছেন বি-টাউনের ‘চকোলেট বয়’ কার্তিক আরিয়ান। রাতারাতি নেটিজেনরা ভাগ হয়ে যান দু’ভাগে। কেউ কেউ কার্তিকের লুকের ব্যাপক প্রশংসা করেন, আবার কেউ বা মনে করছেন, অক্ষয়ই ওই চরিত্রের জন্য সেরা।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ৩১ জুলাই মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ২’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement