Akshay Kumar

বিক্ষোভের মুখে অক্ষয়

পৌরাণিক বা ইতিহাস-নির্ভর ছবি নিয়ে কোনও রাজনৈতিক দলের এ জাতীয় আচরণ নতুন নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ০৭:৪১
Share:

ফাইল চিত্র।

কিছু দিন আগেই রাজনৈতিক দল করণী সেনা অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবির নাম বদলের দাবি তুলেছিল। একই দাবি এ বার তুলল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। করণী সেনার বক্তব্য ছিল, মরাঠা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের পুরো নাম ব্যবহার করা হোক ছবির ক্ষেত্রে। নয়তো ছবির সেটে হামলা করবে, এমন হুমকিও দেওয়া হয়। শুক্রবার চণ্ডীগড়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা আর এক ধাপ এগিয়ে অক্ষয়ের কুশপুত্তলিকা দাহ করে। তাদের দাবি, ছবির নাম রাখা হোক ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। সেই দাবি আদায়ের জন্য ওই দল এ দিন রাস্তায় বিক্ষোভ দেখায়। অক্ষয়ের পাশাপাশি ছবির প্রযোজক আদিত্য চোপড়ার কুশপুতুলও পোড়ানো হয়।

Advertisement

পৌরাণিক বা ইতিহাস-নির্ভর ছবি নিয়ে কোনও রাজনৈতিক দলের এ জাতীয় আচরণ নতুন নয়। এর আগে করণী সেনা ‘পদ্মাবত’-এর সময়ে ছবির সেটে গিয়ে ভাঙচুর করেছিল। ছবির পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীকে শারীরিক নিগ্রহও করা হয়। ‘জোধা আকবর’ ছবির সময়েও রাজনৈতিক দলগুলি বিক্ষোভ দেখিয়েছিল। তবে রাজনৈতিক দলগুলির এ ধরনের আচরণের বিরুদ্ধে এ পর্যন্ত বলিউড থেকে জোরালো প্রতিবাদ উঠে আসেনি। ‘পৃথ্বীরাজ’-এর শুটিং এখনও বাকি। নির্মাতারা রাজনৈতিক চাপে নাম বদল করেন কি না, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement