Akshay Kumar

হাজি আলিতে ১.২১ কোটির পর, দীপাবলিতে অযোধ্যায় ১ কোটি দান অক্ষয়ের! কাদের জন্য?

অযোধ্যার অঞ্জনা সেবা ট্রাস্টে কোটি টাকা দান করলেন অভিনেতা। তাও আবার অযোধ্যার হনুমানদের খাবার খরচ হিসেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৭:৩২
Share:

হনুমানদের জন্য এগিয়ে এলেন অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

গত বছর একের পর এক ব্যর্থতা দেখেছেন অক্ষয় কুমার। কোনও ছবি সে ভাবে চলেনি। এ বছর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ‘সিংহম আগেইন’। ছবি নিয়ে আশাবাদী গোটা দল। বক্স অফিসে ছবি না চললেও দান ধ্যান করার থেকে বিরত থাকেননি অভিনেতা। চলতি বছর অগস্ট মাসে হাজি আলির দরগা সংস্কারের জন্য প্রায় ১.২১ কোটি টাকা দান করেন। এ বার দীপাবলীর আগে ১ কোটি টাকা দিলেন অযোধ্যার হনুমানদের।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা সকলের জানা। তিনি নরেন্দ্র মোদীর গুণমুগ্ধ। এ বার অযোধ্যার অঞ্জনা সেবা ট্রাস্টে কোটি টাকা দান করলেন অভিনেতা। তাও আবার অযোধ্যার হনুমানদের খাবার খরচ হিসেবে। সূত্রের খবর, অভিনেতা বিশ্বাস করেন জীবজন্তুরা ভারতীয় সভ্যতা ও তার পুরাণের সঙ্গে জড়িত। তাই তাদের দেখভালের জন্য এই অর্থ সাহায্য। অঞ্জন সেনা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজই নাকি অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করেন এই মহৎ কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। কথা রেখেছেন অক্ষয়ও। তবে, এই একটা কারণে নয় অক্ষয় বিভিন্ন সময় মা, বাবা ও প্রয়াত শ্বশুর মশাই রাজেশ খন্নার নামেও দান করে থাকেন। অগস্ট মাসে যখন অভিনেতা হাজি আলি দরগা দর্শন করেন অক্ষয়। অভিনেতার সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশ সময় লাগেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement