salman khan

Bollywood: জুটি বাঁধলেন ‘ঐশ্বর্যা’ এবং ‘সলমন’! ভিডিয়ো দেখে উত্তাল নেটদুনিয়া

ঐশ্বর্যার মতো দেখতে বহু মানুষকে দেখা গিয়েছে নেটদুনিয়ায়। সেই তালিকায় যুক্ত হল আশিতা শর্মার নাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ২১:১৪
Share:

আশিতা এবং বিক্রম।

ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছেন সলমন খান! চমকে উঠলেন? ভাবছেন এত বছর পর এমনও সম্ভব? ভিডিয়ো দেখে চমক লাগলেও জুটিটা বলিউডের দুই অভিনেতার নয়, তাঁদের মতো দেখতে দুজনের।

Advertisement

এর আগেও ঐশ্বর্যার মতো দেখতে বহু মানুষকে দেখা গিয়েছে নেটদুনিয়ায়। সেই তালিকায় যুক্ত হল আশিতা শর্মার নাম। ইনস্টাগ্রামে বহু ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন গানে ঠোঁট মেলাতে। সেরকমই একটি ভিডিয়োতে আশিতার সঙ্গে দেখা গিয়েছে সলমন খানের মতো দেখতে বিক্রম সিংহ রাজপুতকে। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির ‘আজা শাম হোনে আয়ে’ গানে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে দু’জনকে।

এই ভিডিয়ো খুঁজে পেয়ে আপ্লুত ঐশ্বর্যার অনুরাগীরা। তাঁদের কেউ লিখেছেন, ‘এটা তো ঐশ্বর্যা আর সলমন।’ কেউ লিখেছেন, ‘ঐশ্বর্যা আর সলমনকে আবার একসঙ্গে দেখার স্বপ্ন সত্যি হল আমার। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির কোনও সংলাপে এমন ভিডিয়ো বানিয়ো।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement