ছবি: সংগৃহীত।
বুধবার বিকেল নাগাদ মুম্বইয়ের জুহু এলাকায় ধুন্ধুমার কাণ্ড। অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়িতে ধাক্কা মারল মুম্বইয়ের একটি সরকারি বাস। ঘটনাটি ঘটে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে। সেখানেই ঐশ্বর্যার প্রায় নতুন ২ কোটি টাকা মূল্যের গাড়িতে এমন জোরে ধাক্কা দেয় বাসটি, যে গাড়ির পিছনের অংশ খানিকটা তুবড়ে যায়। তাতেই গাড়ির চালক বাইরে বেরিয়ে এসে থাপ্পড় মারেন বাসচালককে। ঘটনাস্থলে ভিড় জমে যায়। চলে আসে পুলিশ। যদিও কারও বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মিটমাট করাতে অমিতাভের বাংলো থেকে ছুটে আসে লোক।
একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে বচ্চন-বধূর। তার মধ্যে এটি ছিল তাঁর গ্যারাজে সাম্প্রতিক সংযোজন। ঐশ্বর্যা বা তাঁর পরিবারের কেউ সে সময় গাড়ির ভিতরে ছিলেন না বলেও জানা গিয়েছে।
গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। গাড়ির নম্বর ‘৫০৫০’ দেখে একদল ছবিশিকারি চিনতে পারেন সেটি। সেখান থেকেই ওঠে হইহই রব। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির ভিতরে ছিলেন কেবল চালক। তিনি দুর্ঘটনার পর বাইরে বেরিয়ে এসে গাড়িটি দেখেন। তখনই আশপাশে ভিড় জমতে শুরু করে। দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হতেই পুলিশ আসে। বাসচালকের গায়ে অভিনেত্রীর গাড়িচালক হাত তুলতেই অমিতাভের বাড়ির ভিতর থেকে ছুটে আসেন এক তদারককারী কর্মী। চালকের হয়ে তিনি ক্ষমা চেয়ে নিতেই সবটা মিটমাট হয়ে যায়।