Yash Dasgupta

Yash-Messi: যশের মধ্যে মিশে গেলেন মেসি! অনুরাগীদের সৌজন্যে ১০ নং জার্সি অভিনেতার গায়ে

এ বারের মিমে যশ একাই, অভিনেতার গায়ে উঠে এল আর্জেন্টিনার ফুটবলারের বিখ্যাত ১০ নম্বর জার্সি! কী ভাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১২:০৮
Share:

যশ-মেসি

আর্জেন্টিনা জিততেই মিলে গেলেন লিয়োনেল মেসি-যশ দাশগুপ্ত। ব্রাজিলের মারাকানা স্টোডিয়ামে না পৌঁছেও অভিনেতার গায়ে উঠে এল আর্জেন্টিনার ফুটবলারের বিখ্যাত ১০ নম্বর জার্সি! কী ভাবে? যশের ফ্যান পেজ বলছে, সবটাই তাঁদের কেরামতি। আরও এক বার মিমের মাধ্যমে জুড়ে দিলেন তাঁদের দুই প্রিয় ব্যক্তিত্বকে। এমনই অভিনব ভাবনায় মেসিকে অভিনন্দন জানালেন তাঁরা।

১৮ জুন যশ অনুরাগীরা প্রথম দুই ভিন্ন পেশার জনপ্রিয় তারকাকে মিলিয়ে দিয়েছিলেন। সে দিন তাঁদের মিমের বিষয় ছিল, মেসি যেমন মাঠে দুরন্ত তেমনই ব্যক্তিগত জীবনে দুরন্ত যশ! এই বলেই থামেননি নেটাগরিকেরা। তাঁরা ১০ নম্বর জার্সি গায়ে, বল হাতে মেসির পাশে দাঁড় করিয়ে দিয়েছেন অভিনেতাকে। তাঁর গায়েও ১০ নম্বর জার্সি, হাতে ফুটবল।

Advertisement

এ বারের মিমে যশ একাই। আগের মিম থেকে মেসিকে সরিয়ে দিয়ে অনুরাগীরা একা অভিনেতাকেই প্রকাশ্যে এনেছেন। একই ভাবে জার্সি গায়ে, বল হাতে। ছবি ঘিরে অনুরাগীদের মন্তব্য, ‘১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। লিয়োনেল মেসির যুগে এই প্রথম। মেসির ভক্তরা মন খুলে আনন্দ করুন। সব বিতর্ক শেষ।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement