Mohar

বিয়ের ফাঁদে আবার প্রথম ‘মোহর’, তৃতীয় ‘খড়কুটো’

সঙ্গীত, মেহেন্দি, আশীর্বাদ, হলদি— বিয়ের খুঁটিনাটি আচার-অনুষ্ঠান আর ‘মোহদীপ’-এর রোমান্স চেটেপুটে দেখছেন দর্শক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৭:১৬
Share:

রেটিং চার্টে ফের শীর্ষে ‘মোহর’।

যতই বলুন, বিয়ে হল ‘দিল্লি কা লাড্ডু’, কিন্তু তার আকর্ষণেই বুঁদ সন্ধের ড্রয়িংরুম। ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে মোহর আর শঙ্খের পিডিএ। রেটিং চার্ট বলছে, ১০.৪ পেয়ে ‘মোহর’ আবার প্রথম। সঙ্গীত, মেহেন্দি, আশীর্বাদ, হলদি— বিয়ের খুঁটিনাটি আচার-অনুষ্ঠান আর ‘মোহদীপ’-এর রোমান্স চেটেপুটে দেখছেন দর্শক। ১০.২ পেয়ে দ্বিতীয় ‘করুণাময়ী রাসমণি’। বিয়ের হইচই সুন্দর ভাবে দেখাচ্ছে ‘খড়কুটো’। এই কারণেই টানা তিন সপ্তাহ ধরে তৃতীয় এই ধারাবাহিক। এ বার তার সংগ্রহে ১০ পয়েন্ট।

Advertisement

চতুর্থ স্থানে ‘কৃষ্ণকলি’, সংগ্রহে ৯.৩। রেটিংয়ে ৮.৯ পেয়ে যুগ্ম পঞ্চম ‘শ্রীময়ী’, ‘সাঁঝবাতি’। জুন আন্টির কূটবুদ্ধিতে কুপোকাৎ পত্রলেখা। জুনের ‘মাসি’ থেকে তিনি এখন বাড়ির কাজের, রান্নার মাসি! আপাতত রোহিত সেনকে সরিয়ে জুনের এই প্যাঁচও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকেরা।

Advertisement

বাকিরা কে কোথায়? চোখ রাখুন রেটিং চার্টে—

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: জাল্লিকাট্টুকে শুভেচ্ছা জানিয়ে বলিউডের ‘মাফিয়া গ্যাং’ কে খোঁচা কঙ্গনার

ভারতীর মতো হাজতে না যেতে হয়, ট্রোলের মুখে কমেডিয়ান কপিল শর্মা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement