Entertainment News

‘কবীর সিং’-এর সাফল্যের পর কতটা পারিশ্রমিক বাড়ালেন শাহিদ?

পারিশ্রমিকের বিচারে বলি ইন্ডাস্ট্রিতে এখন নাকি শাহিদ প্রথম সারিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ১৩:৫৩
Share:

শাহিদ কপূর।

আপাতত শাহিদ কপূর ক্লাউড নাইনে! অন্তত এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কবীর সিং’। শাহিদের অভিনয় প্রশংসিত হয়েছে সিনে মহলে। শুধু তাই নয়, বক্স অফিসে ইতিমধ্যেই ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আর তার পরই নাকি নিজের পারিশ্রমিক বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন শাহিদ?

Advertisement

শোনা যাচ্ছে, এতদিন পর্যন্ত প্রতি ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিতেন শাহিদ। ‘কবীর সিং’-এর সাফল্যের পর তা নাকি এক ধাক্কায় পাঁচ কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন তিনি। অর্থাত্ শাহিদের এখনকার পারিশ্রমিক নাকি ৩৫ কোটি টাকা।

পারিশ্রমিকের বিচারে বলি ইন্ডাস্ট্রিতে এখন নাকি শাহিদ প্রথম সারিতে। শোনা যায়, সলমন খানের পারিশ্রমিক ৬০ কোটি টাকা। অন্যদিকে অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, হৃতিক রোশনের মতো তারকারা প্রতি ছবির জন্য নাকি ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এই তালিকায় নাকি রয়েছে রণবীর কপূরের নামও।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, মুসলিম ছেলের সঙ্গে দিদির সম্পর্ক নিয়ে মুখ খুললেন হৃতিক

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement