Varun Dhawan

অ্যাকশনে বরুণ

যার প্রস্তুতির জন্য শুটিং শুরুর আগে টানা দু’মাস খাটতে হবে অভিনেতাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০০:১০
Share:

ফাইল চিত্র

তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সোলো হিট ‘জুড়ুয়া টু’। তাই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে বরুণ ধওয়নের ফের জোট বাঁধা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। দু’বছর পরে আবার একটি মসালা ফিল্মের জন্য হাত মেলালেন সাজিদ ও বরুণ। শোনা যাচ্ছে, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনস প্রযোজিত একটি অ্যাকশন ড্রামায় দেখা যাবে বরুণ ধওয়নকে। ‘সনকী’ নামে সেই প্রজেক্টের স্ক্রিনপ্লে লেখার জন্য কলম ধরেছেন রজত অরোরা। সাজিদ ছবির টাইটেলের স্বত্বও কিনে নিয়েছেন ইতিমধ্যে।

Advertisement

অ্যাকশনে ভরপুর পুরোদস্তুর কমার্শিয়াল এই ছবির জন্য চেহারায় বড়সড় পরিবর্তন আনতে হবে বরুণকে, যার প্রস্তুতির জন্য শুটিং শুরুর আগে টানা দু’মাস খাটতে হবে অভিনেতাকে। সামনে তাঁর হাতে পরপর ছবি রয়েছে। রাজ মেহতার পরের ছবি, ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক-সহ একাধিক ছবি ঝুলিতে রয়েছে বরুণের। ‘সনকী’র কাজ শুরু হতে পারে পরের বছর। ছবির পরিচালক কে হবেন এবং নায়িকাই বা কে, তা-ও চূড়ান্ত হয়নি। আপাতত ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement