নগ্ন দৃশ্যের জন্য চাপ এমিলিয়াকে!

‘গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্ক দাবি করেছেন, ওই শোয়ের পর থেকেই নগ্ন দৃশ্য করার জন্য একাধিক প্রযোজক তাঁর উপরে চাপ সৃষ্টি করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০০:৩৬
Share:

এমিলিয়া

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্ক দাবি করেছেন, ওই শোয়ের পর থেকেই নগ্ন দৃশ্য করার জন্য একাধিক প্রযোজক তাঁর উপরে চাপ সৃষ্টি করেছেন। কিন্তু তিনি তাতে মাথা নত করেননি। এমিলিয়া আরও বলেছেন, ‘‘এর জন্য আমাকে সেটে ঝামেলাও করতে হয়েছে। যখন আমি বলেছি, গায়ের চাদরটা রেখে দিতে, তারা বলেছে তোমার ‘গেম অব থ্রোনস’ অনুরাগীদের হতাশ কোরো না।’’ সহ-শিল্পী জেসন মোমোয়ার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে এমিলিয়া বলেছেন, ‘‘জেসনের এই ধরনের দৃশ্য করার অভিজ্ঞতা ছিল। অনেক কিছুই হতে পারত। তবে ও যে ভাবে গাইড করেছিল তাতে আমি সহজ হতে পেরেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement