বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘ধকড়’। এই ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ছবির ব্যর্থতার জন্য নির্মাতারা তাঁকেই দায়ী করছেন। তারই ফলস্বরূপ প্রযোজনা সংস্থার পরের ছবি থেকে বাদ পড়েছেন কঙ্গনা। তাঁর জায়গায় নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
'ধকড়'-এর প্রযোজক দীপক মুকুট এখন ক্ষতির কথা ভুলে মন দিয়েছেন পরের ছবিতে। তবে সেখানে আর দেখা যাবে না কঙ্গনাকে। মুম্বই সংবাদ সংস্থার খবর বলছে, চিত্রনির্মাতা ও পরিচালক চেতন আনন্দ ও অভিনেত্রী প্রিয়া রাজবংশের সম্পর্ক-রসায়ন নিয়ে ছবি করতে চলেছেন দীপক।
১৯৬০-এর দশকে বলিউডের চর্চিত নাম চেতন-প্রিয়া। চেতন আনন্দের প্রায় সব ছবিতেই দেখা যেত প্রিয়াকে। ‘হীর-রঞ্ঝা’, ‘হসতে জখম’ ছবিতে প্রিয়ার অভিনয় জনপ্রিয়তাও পায়। বয়সে বেশ খানিকটা ছোট হলেও চেতনের সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে বিস্তর গুঞ্জন ছিল বলিউডের অন্দরে।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘ধকড়’। এই ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ছবির ব্যর্থতার জন্য নির্মাতারা তাঁকেই দায়ী করছেন। তারই ফলস্বরূপ প্রযোজনা সংস্থার পরের ছবি থেকে বাদ পড়েছেন কঙ্গনা। তাঁর জায়গায় নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
'ধকড়'-এর প্রযোজক দীপক মুকুট এখন ক্ষতির কথা ভুলে মন দিয়েছেন পরের ছবিতে। তবে সেখানে আর দেখা যাবে না কঙ্গনাকে। মুম্বই সংবাদ সংস্থার খবর বলছে, চিত্রনির্মাতা ও পরিচালক চেতন আনন্দ ও অভিনেত্রী প্রিয়া রাজবংশের সম্পর্ক-রসায়ন নিয়ে ছবি করতে চলেছেন দীপক।
১৯৬০-এর দশকে বলিউডের চর্চিত নাম চেতন-প্রিয়া। চেতন আনন্দের প্রায় সব ছবিতেই দেখা যেত প্রিয়াকে। ‘হীর-রঞ্ঝা’, ‘হসতে জখম’ ছবিতে প্রিয়ার অভিনয় জনপ্রিয়তাও পায়। বয়সে বেশ খানিকটা ছোট হলেও চেতনের সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে বিস্তর গুঞ্জন ছিল বলিউডের অন্দরে।