‘খারাপ লোকেরা ইচ্ছে করে এখানে আপনার ব্যর্থতা ছকে দেয়’, রবিনার নিশানায় করিশ্মা?

এখানেই থামেননি রবিনা। বলিউডের সঙ্গে টেনে এনেছেন ক্লাসরুম পলিটিক্সের তুলনাও। “কারও অবনতি হচ্ছে, কেউ তলিয়ে যাচ্ছে, দেখতেই অনেকে ভালবাসে এখানে, ইচ্ছে করে ছবি থেকেও বাদ দেওয়া হয়। এক নোংরা খেলার নেশায় তারা বুঁদ হতে থাকে ক্রমশ”...মন্তব্য রবিনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ১৩:৫৯
Share:

করিশ্মা এবং রবিনা।

সুশান্তের মৃত্যুর পর বলিউডের ‘মিন গার্ল’দের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন রবিনা টন্ডন। নাম না নিলেও আন্দাজ করাই যায়, রবিনার নিশানায় ছিলেন করিনা-করিশ্মাদের দল। আবারও বোমা ফাটালেন তিনি। কিছু ‘খারাপ’ লোকের নোংরা রাজনীতির আখড়া বলিউড, এমনটাই মনে করছেন অভিনেত্রী।

Advertisement

বলিউডে রাজনীতি রয়েছে, রয়েছে ভাল-খারাপ দু’ধরনের মানুষই... সে কথা মেনে নিয়েই রবিনার বক্তব্য, “খারাপ লোকেরা এখানে আপনার ব্যর্থতা ছকে দেয়। আমি নিজেও এর শিকার হয়েছি।“ রবিনার নিশানায় কে? করিশ্মা? কেরিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই সরে যেতে হয়েছিল রবিনাকে। গোবিন্দ ও তাঁর জুটি ভেঙে যায়। সে জায়গায় চলে আসেন করিশ্মা কপূর। তখন গৌরী খান ইন্ডাস্ট্রির একটা খুঁটি। শাহরুখ খানের নায়িকা কে হবেন, অন্যান্য পরিচালকেরা কাকে নেবেন ছবিতে— সেসব ক্ষেত্রেও প্রভাব খাটানোর ক্ষমতা রাখতেন গৌরী।

তাই এত বছর পর নাম না করেই কি নিজের তরতাজা কেরিয়ারের ব্যর্থতার কারণ হিসেবে কপূর সিস্টার্সদের দুষলেন রবিনা? প্রশ্ন নেটাগরিকদের।

Advertisement

এখানেই থামেননি রবিনা। বলিউডের সঙ্গে টেনে এনেছেন ক্লাসরুম পলিটিক্সের তুলনাও। “কারও অবনতি হচ্ছে, কেউ তলিয়ে যাচ্ছে, দেখতেই অনেকে ভালবাসে এখানে, ইচ্ছে করে ছবি থেকেও বাদ দেওয়া হয়। এক নোংরা খেলার নেশায় তারা বুঁদ হতে থাকে ক্রমশ”...মন্তব্য রবিনার।

তবে কর্ণ জোহরকে চটাননি তিনি। বরং কিছুটা তাঁর হয়েই কথা বলেছেন তিনি। কর্ণের প্রযোজনায় সুশান্তের ছবি ‘ড্রাইভ’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। সুশান্তের মৃত্যুর পর নেটাগরিকদের একাংশ কর্ণের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ইচ্ছে করেই ড্রাইভের মতো স্টোরিলাইন বিহীন, নড়বড় একটা স্ক্রিপ্টে সুশান্তকে কাস্ট করেছিলেন কর্ণ। রবিনা তা মানতে চাননি। তাঁর প্রশ্ন, “কোটি কোটি টাকা খরচা করে কোনও প্রযোজক ইচ্ছে করে কেন খারাপ ছবি বানাতে যাবেন বলতে পারেন?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement