কাছাকাছি ব্র্যাড-জেনিফার?

এ বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তাঁদের সম্পর্কের নতুন অধ্যায় লিখতে পারেন ব্র্যাড পিট এবং জেনিফার অ্যানিস্টন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০০:০১
Share:

ব্র্যাড-জেনিফার

এ বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তাঁদের সম্পর্কের নতুন অধ্যায় লিখতে পারেন ব্র্যাড পিট এবং জেনিফার অ্যানিস্টন। হলিউডের অন্দরে এখন এই গুঞ্জন চলছে। ব্র্যাড ও জেনিফারের পাঁচ বছরের দাম্পত্যের শেষটা মোটেই সুখকর ছিল না। অ্যাঞ্জেলিনার সঙ্গে ব্র্যাডের নতুন প্রেম, ভেকেশনে তাঁদের একসঙ্গে ছবি, মিডিয়ার গসিপ... এই ঘটনার পরে সংবাদ মাধ্যমের সামনে জেনিফার স্বীকার করেছিলেন, ‘‘দুনিয়া যতটা আশ্চর্য হয়েছে, ততটা বিস্মিত আমিও...’’

Advertisement

সেই ভাঙা সম্পর্কেই নতুন রং লেগেছে গত কয়েক মাসে। জেনিফার ও ব্র্যাডকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে জেনিফারের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন ব্র্যাড। দিন কয়েক আগে ক্যালিফোর্নিয়ায় জেনিফারের হলিডে পার্টিতেও ব্র্যাড গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। নিমন্ত্রিত মাত্র ৫০ জন। আগেভাগেই পৌঁছে যান ব্র্যাড।

সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তাঁরা দু’জনেই বিয়ে করেন। দু’জনের নতুন সম্পর্কেও ভাঙন ধরে। তাই সিঙ্গল হওয়ার পরে তাঁদের কাছাকাছি আসার সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement