ছবির একটি দৃশ্যে যসোজিত্।
রাত পেরলেই বড়দিন। বেশিরভাগ স্কুলে ছুটি পড়ে গিয়েছে। বাবা-মায়ের হাত ধরে খুদেরা শীত-আদর গায়ে মাখতে বেরচ্ছে প্রতিদিন। কোনওদিন চিড়িয়াখানা, তো কোনওদিন ইকো-পার্ক। এর মধ্যেই নাকি প্রায় প্রত্যেকেই সিনেমা হলে যাচ্ছে। কারণ ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ছোটদের ছবি ‘অ্যাডভেঞ্চারস অব জোজো’। তিন-চারদিনেই দর্শক এ ছবিকে প্রবল ভালবাসা দিয়েছেন বলে দাবি গোটা টিমের।
রাজ বললেন, ‘‘ক্রিসমাসের সময় এমন একটা ছোটদের ছবি আমরা দর্শকদের উপহার দিয়েছি। এ গল্প নতুন বন্ধু তৈরির। বন্যজীবনকে কাছ থেকে চেনার। প্রকৃতিকে ভালবাসার গল্প। তা ছাড়া অ্যা়ডভেঞ্চার রয়েছে। ফলে সকলে পছন্দ করছেন।’’
এ ছবির প্রযোজক শ্রীকান্ত মেহেতা দাবি করলেন, ‘‘ইতিমধ্যেই মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনে হাউসফুল যাচ্ছে। আমরা আশা করছি নিউ ইয়ারে বক্স অফিস শাসন করবে এই ছবি।’’
আরও পড়ুন, আমার এক্সাইটমেন্টটা ভেতরেই থাকবে, বলছে জোজো
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)