Krushal Ahuja

Adrija-Krushal: মানুষই তাঁদের সম্পর্ক ভেঙে দিচ্ছে, ক্রুশলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অদ্রিজা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১৫:৪৭
Share:

অভিনেতা ক্রুশল আহুজা এবং অভিনেত্রী অদ্রিজা রায়

প্রেমের সম্পর্ক তৈরি ও বিচ্ছেদ— কোনও বিষয়েই স্পষ্ট করে কোনও দিন কিছু বলেননি অভিনেত্রী অদ্রিজা রায় ও অভিনেতা ক্রুশল আহুজা। মাস কয়েক আগে অদ্রিজা নিজেই আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, তাঁদের দু’জনের মধ্যে ভীষণ ভাল বন্ধুত্ব রয়েছে। কিন্তু তার পরেও তাঁদের বিভিন্ন ছবি, একসঙ্গে সময় কাটানো দেখে অনুরাগীদের মনে সন্দেহ জেগেছিল তাঁদের সম্পর্ক নিয়ে। প্রশ্ন উঠেছিল, ‘শুধুই কি বন্ধুত্ব?’

Advertisement

সব ঠিক চলছিল। আচমকা টেলিপাড়ায় গুঞ্জন ওঠে, ক্রুশল-অদ্রিজার সম্পর্কে ছেদ পড়েছে। তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না কোথাও। এমনকি টলিউড অভিনেত্রীর জন্মদিনের ছবিতেও ক্রুশলের অস্তিত্ব নেই। তার পরে গুঞ্জন শোনা যেতে থাকে, একে অপরের সমস্ত ছবি নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সরিয়ে দিয়েছেন।

প্রশ্নবাণে বিদ্ধ অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘প্রতি দিন ইনস্টাগ্রামে মেসেজ আসে। ‘এই ঘটনা সত্যি?’ এই এক প্রশ্নে আমি জর্জরিত।’’

Advertisement

ক্রুশল-অদ্রিজা

অদ্রিজা জানালেন, তিনি বা ক্রুশল, কেউই এই বিষয় নিয়ে ভাবতে রাজি নন। তাঁরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাঁর কথায় জানা গেল, বন্ধুত্ব রয়েছে, যোগাযোগ রয়েছে নায়ক-নায়িকার মধ্যে। কিন্তু এই গুজব নিয়ে তাঁরা কথা বলেননি।

অদ্রিজার ক্ষোভ, মানুষই তাঁদের ছবি দেখে সম্পর্ক তৈরি করছে, আবার ছবি না দেখতে পেয়ে সম্পর্ক ভেঙে দিচ্ছে। তাই কে কী বলছে, তা নিয়ে তিনি ভাবতে চান না। অদ্রিজার কথায়, ‘‘যাঁরা এ সব বলছেন, তাঁরা এর পর আর যা যা বলবেন, মেনে নেব। এই গল্প আমাদের নয়, তাঁদের। শুধু এইটুকুই বলতে চাই, বন্ধুদের ক্ষেত্রেই হোক, বাবা-মা হোক, বা প্রেম, যে কোনও সম্পর্ককে নেটমাধ্যমে ছবি দেওয়া দিয়ে বিচার করবেন না কেউ। সম্পর্ক থাকার হলে ঠিকই থাকবে। আর হ্যাঁ, আমরা কেউ কোনও ছবি সরিয়ে দিইনি নিজেদের প্রোফাইল থেকে। এটাও আর একটা বাজে রটনা।’’

২২ বছরের অভিনেত্রী এই টুকরো টুকরো কথায় অত্যন্ত বিরক্ত বলেই জানালেন। তাই যখন আনন্দবাজার অনলাইনের তরফে তাঁকে ক্রুশলকে নিয়ে প্রশ্ন করা হল, তিনি বললেন, ‘‘আমি চাই, এই খবরটা পড়ে লোকের মুখ বন্ধ হোক। আমি আর নিজের ব্যক্তিগত বিষয়ে এত কথা বলতে চাইছি না। যদিও আমাদের পেশায় মানুষ আমাদের নিয়ে চর্চা করবেই, সেটা মোটেও অস্বাভাবিক বা খারাপ নয়, কিন্তু বেশি হয়ে গেলে বিরক্ত লাগে। যে জন্য মানুষ আমাদের দু’জনকে চেনে, অর্থাৎ অভিনয়, সেই প্রসঙ্গটাই সবাই যেন ভুলতে বসেছে। শুধু সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ নিয়ে জানতে চায় তারা!’’

ক্রুশলের সঙ্গে তাঁর সম্পর্কের সংজ্ঞা নির্ধারণ করতে রাজি নন অদ্রিজা। তিনি শুধু এইটুকু জানেন, কেউ কোনও বিপদে পড়লে, একে অপরের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়বেন দু’জনেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement