Adrija Roy

বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ‘সন্ন্যাসী রাজা’র ‘বিম্ববতী’

বন্ধুদের সঙ্গে পাটায়া বেড়াতে গিয়েছেন টেলিদুনিয়ার পরিচিত মুখ অদ্রিজা রায়। সেখানে গিয়ে কখনও নৌকাবিহার, আবার কখনও বা ‘এলবিডি’ (লিটল ব্ল্যাক ড্রেস)-তে সোশ্যাল মিডিয়া মাত করছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১৫:২৭
Share:
০১ ০৮

বন্ধুদের সঙ্গে পাটায়া বেড়াতে গিয়েছেন টেলিদুনিয়ার পরিচিত মুখ অদ্রিজা রায়। সেখানে গিয়ে কখনও নৌকাবিহার, আবার কখনও বা ‘এলবিডি’ (লিটল ব্ল্যাক ড্রেস)-তে সোশ্যাল মিডিয়া মাত করছেন তিনি।

০২ ০৮

গোলাপি রঙের বিকিনির সঙ্গে মানানসই রোদচশমা— ‘বিম্ববতী’-র এই অবতার তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের। যদিও অদ্রিজার ওই ‘বিকিনি লুক’-এর সমালোচনাও করেছেন তাঁর বেশ কিছু ভক্ত।

Advertisement
০৩ ০৮

তাতে যদিও বিশেষ ভাবিত নন আদ্রিজা। বন্ধুদের সঙ্গে ঘুরছেন চুটিয়ে, খাওয়া দাওয়াও করছেন জমিয়ে।

০৪ ০৮

পাটায়ার বিখ্যাত ‘ফ্লোটিং মার্কেট’-এও গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সেই ছবি।

০৫ ০৮

হাওয়ায় উড়ছে অদ্রিজার খোলা চুল, চারিদিকে মায়াবী আলোর রোশনাই। অদ্রিজার কালো রঙের পোশাক এর মধ্যেই যোগ করেছে অন্য মাত্রা। ক্রুজের মধ্যে তিনি অন্য রূপে, অন্য ভাবে।

০৬ ০৮

বছর তিনেকের কেরিয়ারেই ইন্ডাস্ট্রিতে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন অদ্রিজা। ‘পটল কুমার গানওয়ালা’, ‘বধূবরণ’— সহ একের পর এক ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছেন তিনি।

০৭ ০৮

সন্ন্যাসী রাজা ধারবাহিকে সাহেব চট্টোপাধ্যায়ের বিপরীতে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেও তাঁর সুদক্ষ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।

০৮ ০৮

আপাতত নিজের ব্যস্ত শিডিউল থেকে একটু সময় বার করে অদ্রিজা পাড়ি দিয়েছেন তাইল্যান্ড। মেতে উঠেছেন ছুটির আনন্দে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement