Adline Castelino

Miss Universe: ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় চতুর্থ স্থানাধিকারী ভারতীয় এই তরুণী কাজ করেছেন বলিউডেও

নেটমাধ্যমেও যথেষ্ট সক্রিয় অ্যাডলিনে।প্রতিযোগীতায় গিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেও একটি পোস্ট করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৮:৫১
Share:

অ্যাডলিনে কাস্টেলিনো।

সম্প্রতি ৬৯ তম ‘মিস ইউনিভার্স’ অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলসে। বিজয়িনী হয়েছেন মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। তবে প্রতিযোগিতার চতুর্থ স্থান দখল করেছেন ভারতীয় বংশোদ্ভূত অ্যাডলিনে কাস্টেলিনো। কর্ণাটকের মেয়ে ২২ বছরের অ্যাডলিনে। সেরার শিরোপা না পেলেও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব দিয়ে সকলের মন জয় করেছেন এই ভারতীয় কন্যা। তবে জানতেন কি বিশ্বের দরবারে পৌঁছনোর আগেই বলিউডে কাজ করেছেন তিনি?

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে গায়ক অর্জুন কানুনগোর সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল তাঁকে। গানের নাম ‘মেরে দিল বিচ’। ১৮ লক্ষ বার দেখা হয়েছিল সেই ভিডিয়ো। এ ছাড়াও ২০১৯ সালে ‘তেরে বিনা’ শীর্ষক একটি গানের ভিডিয়োতেও ছিলেন অ্যাডলিনে।

নেটমাধ্যমেও যথেষ্ট সক্রিয় অ্যাডলিনে।প্রতিযোগীতায় গিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেও একটি পোস্ট করেছিলেন তিনি। জানিয়েছিলেন বিদেশের মাটিতেও বারবার দেশের কথাই মনে পড়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement