‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ়ে আদিত্য রায় কপূর। ছবি: সংগৃহীত।
২০১৬ সালে মুক্তি পাওয়া ব্রিটিশ টেলিভিশন সিরিজ় ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য নাইট ম্যানেজার’। ব্রিটিশ সিরিজ়ে মুখ্য চরিত্র অর্থাৎ নাইট ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টন। ভারতীয় সংস্করণে সেই চরিত্রেই অভিনয় করেছেন আদিত্য রায় কপূর। টম হিডলস্টন অভিনীত ব্রিটিশ সিরিজ়ে রয়েছে মোট ছয়টি এপিসোড। ভারতীয় সিরিজ়ে প্রথম ও দ্বিতীয় ভাগ মিলিয়ে মোট সাতটি এপিসোড। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ভারতীয় ‘দ্য নাইট ম্যানেজার’-এর প্রথম ভাগ, গত জুনে মুক্তি পেয়েছে দ্বিতীয় ভাগ। ব্রিটিশ সিরিজ় থেকে গল্প হুবহু টুকে দিলেও বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় সিরিজ়। সেই সাফল্যের উপর ভিত্তি করে এ বার ‘নাইট ম্যানেজার ইউনিভার্স’কে আরও বিস্তৃত করতে উদ্যোগী নির্মাতারা। খবর, প্রথম সিজ়নের পর এ বার ‘স্পিন অফ’ সিরিজ় তৈরি করতে আগ্রহী পরিচালক সন্দীপ মোদী।
জন লি ক্যারের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ়ের চিত্রনাট্য। সেই ব্রিটিশ সিরিজ়ের উপর গল্প থেকেই ভারতীয় সংস্করণের অবতারণা। ভারতীয় সিরিজ়ের সাফল্যের পর এ বার খবর, মুখ্য চরিত্রদের নিয়ে কাজ করতে আগ্রহী নির্মাতারা। আদিত্য রায় কপূর তথা শান সেনগুপ্ত, অনিল কপূর তথা শেলি ও শোভিতা ধুলিপালা তথা কাবেরীর চরিত্র নিয়ে আরও বিস্তারিত ভাবে কাজ করতে চান তাঁরা। প্রতিটি চরিত্রে নিজস্ব গল্প বানাতেই উদ্যোগী নির্মাতারা। শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রদের গল্প বলার পর সিক্যুয়েল নিয়েও ভাবনাচিন্তা রয়েছে সন্দীপ মোদীর। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে তার কাজ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘দ্য নাইট ম্যানেজার’-এর প্রথম ভাগ মুক্তি পাওয়ার পরেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে ওই সিরিজ়। এমনকি, অনুরাগীদের কথা মাথায় রেখেই নির্ধারিত তারিখের এক দিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে যায় ‘দ্য নাইট ম্যানেজার’-এর দ্বিতীয় ভাগ। আপাতত গোটা সিরিজ়টাই দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে।