Aditya Roy Kapoor

ক্ষুব্ধ আদিত্য

‘সড়ক টু’-এ তাঁর চরিত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন আদিত্য। অভিনেতার কেরিয়ারের সবচেয়ে বড় হিট ‘আশিকী টু’ ভট্টদের ব্যানারে।

Advertisement

নিজস্ব চিত্র

শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০০:৫২
Share:

আদিত্য

ভট্টদের অনুগতরাই ভট্টদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন! কঙ্গনা রানাউতের পরে আদিত্য রায় কপূর। ‘সড়ক টু’-এ তাঁর চরিত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন আদিত্য। অভিনেতার কেরিয়ারের সবচেয়ে বড় হিট ‘আশিকী টু’ ভট্টদের ব্যানারে। পরিচালক মোহিত সুরির সঙ্গে তাঁর সম্পর্কও ভাল। তবে সম্প্রতি ‘এক ভিলেন টু’ থেকে সরে দাঁড়িয়েছেন আদিত্য। শোনা গিয়েছে, আদিত্যের ক্ষোভের কারণ, ‘সড়ক টু’-এ তাঁর চরিত্রটিকে পার্শ্বচরিত্র হিসেবে দেখানো হচ্ছে। লাইমলাইটের কেন্দ্রে রয়েছেন আলিয়া ভট্ট। মহেশ ভট্টকে নাকি নিজের অসন্তোষের কথা জানিয়েছেনও অভিনেতা। এই ছবিতে ফিরতে চলেছে ‘সড়ক’-এর জুটি সঞ্জয় দত্ত এব‌ং পূজা ভট্ট। বাবা মহেশ ভট্টের পরিচালনায় প্রথম ছবি আলিয়ার। তাই তাঁর উপরে নজর থাকাও স্বাভাবিক।

Advertisement

আরও পড়ুন: রোগা, লম্বা অমিতাভকে ‘অপয়া’ বলেন রাজেশ, কড়া জবাব দেন জয়াও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement