লাগাতার আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে তাঁর উপর শারীরিক হেনস্থার অভিযোগ করছিলেন কঙ্গনা রানাওয়াত। এ প্রসঙ্গে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন আদিত্যর স্ত্রী জারিন ওয়াহাবও। এ বার সেই ইস্যুতে নতুন মোড়। কঙ্গনার বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন আদিত্য ও জারিন।
স্পটবয় ডট কমের খবর অনুযায়ী, কঙ্গনার বাড়িতে আইনি নোটিস পাঠিয়েছেন আদিত্য। কী ভাবে আইনি পথে কঙ্গনার বিরোধিতা করবেন সে বিষয়ে পদক্ষেপ করার জন্য দু’জন আইনজীবীও নিয়োগ করেছেন তিনি।
আরও পড়ুন, ফাঁকা ফ্ল্যাটে আদিত্যকে নিয়ে চলে গিয়েছিলেন কঙ্গনা!
বেশ কয়েক দিন আগে, নিজের ১৭ বছর বয়সে বাবার বয়সী এক জনের কাছে শারীরিক ভাবে হেনস্থা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন কঙ্গনা। তখন সরাসরি কারও নাম না বললেও সম্প্রতি অভিযোগের আঙুল তুলেছেন আদিত্য পাঞ্চোলির দিকে। সে সময় নাকি আদিত্যের স্ত্রী জারিনের কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জারিন নাকি তাঁকে ফিরিয়ে দেন। কঙ্গনার কথায়, “আমি ওঁর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি ওঁর স্ত্রীর কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।” কিন্তু জারিন সে সময় তাঁকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ করেন কঙ্গনা। এর পর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। সে সময় শুধুমাত্র সতর্ক করেই নাকি আদিত্যকে ছেড়ে দেয় পুলিশ।
আরও পড়ুন, ‘কারও সঙ্গে বিছানায় শুয়ে পড়াটা জলভাত, এ ধারণা তো আছে’
এ প্রসঙ্গে জারিন বলেন, “কঙ্গনার সঙ্গে আমার বেশ কয়েক বার দেখা হয়েছে। কারণ আদিত্য চেয়েছিল আমি ওকে সঞ্জয় লীলা ভংসালীর সঙ্গে আলাপ করিয়ে দিই। আমি সেটাই করেছিলাম। কিন্তু ও আমার বাড়িতে এলে আমার খারাপ লাগত, এটা ওকে বলব কেন? আমার সমস্যা নিয়ে আমার বোনের সঙ্গেই কখনও আলোচনা করিনি। কঙ্গনা কে? যে ওকে বলতে হবে!’’