অদিতি রাও হায়দরি
উদযাপন নয়, একেবারে যুদ্ধ ঘোষণা করলেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি। যুদ্ধের ফলাফলও স্পষ্ট করলেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস পালনে অন্যদের থেকে ভিন্ন পথ ধরলেন।
৮ মার্চ, নারী দিবসের দিন নেট-পাড়া ঘুরে এলে দেখা যাবে, সাধারণত তারকারা নারীদের উদ্যাপনের কথাই বলেন। কিন্তু অদিতি কেবল নারীদের কথা উল্লেখ করলেন না। প্রসঙ্গ তুললেন পুরুষতন্ত্রের। লিখলেন, ‘আরআইপি পেট্রিয়ার্কি’। কারও মৃত্যু হলে ‘আরআইপি’ লেখা হয় তাঁর আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। কিন্তু এখানে অদিতির কাছে সমাজে গেড়ে বসা পুরুষতন্ত্র মৃত। আর সেই ‘মৃত্যুসংবাদ’-ই ঘোষণা করলেন ‘পদ্মাবত’-এর অভিনেত্রী। তাঁর পরনেও ছিল ‘পেট্রিয়ার্কি’ লেখা একটি টি-শার্ট।
একই সঙ্গে পারস্পরিক ভালবাসা, সম্মান ও মহানুভবতাকে জিতিয়ে দিলেন। তাঁর পোস্ট দেখে স্পষ্ট, তিনি ক্ষমতার একপাক্ষিকতায় বিশ্বাসী নন। তাই লিঙ্গ নয়, মানুষে-মানুষে প্রেম ও সম্মানের জয়বার্তা ছড়িয়ে দিতে চাইলেন তেলঙ্গানার রাজকন্যা অদিতি রাও হায়দরি।