Hollywood

মেকআপ ছাড়া এই নায়িকাদের দেখলে মেকআপ-সহ দেখতে ইচ্ছা করবে না

এতদিন মেকআপ সহ এই নায়িকাদের দেখেছেন। একবার মেকআপ ছাড়া দেখুন, আর মেকআপ সহ দেখতে ইচ্ছা করবে না।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০০
Share:
০১ ০৭

অ্যাঞ্জেলিনা জোলি শুরু থেকেই ব্যতিক্রমী অ্যাঞ্জেলিনা। নম্বইয়ের দশকে লাগাম ছাড়া ভাবমূর্তি গড়ে উঠেছিল তাঁর। তবে এখন অনেক পরিণত। মেকআপ করা প্রায় ছেড়েই দিয়েছেন। বিশেষ করে ছয় সন্তানকে নিয়ে যখন ঘুরতে বেরোন। তবে তাতেও মোহময়ী তিনি। ছবি: ফাইল চিত্র।

০২ ০৭

জেনিফার লরেন্স ডি-গ্ল্যাম লুকেই বরাবর স্বচ্ছন্দ জেনিফার। এমনকি রেড কার্পেটেও বিনা মেকআপে ধরা দিয়েছেন। অবশ্য সে ভাবেই তাঁকে পছন্দ করে দর্শক। ঠিক যেন পাশের বাড়ির মেয়েটি। ছবি: ফাইল চিত্র।

Advertisement
০৩ ০৭

কেরি রাসেল কেরি রাসেল এতটাই লাস্যময়ী যে, মেকআপ না করলেও চলে তাঁর। তিনি নিজেও তা বিলক্ষণ জানেন। তাই সাধারণ ট্র্যাকস্যুটে ও এলোমেলো চুলেই বেরিয়ে পড়েন। ছবি: ফাইল চিত্র।

০৪ ০৭

এমেলিয়া ক্লার্ক ‘গেম অফ থ্রোনস’-এর সৌজন্যে ঘরে ঘরে পরিচিত এমেলিয়া। মেকআপ একেবারেই পছন্দ করেন না। বেশির ভাগ সময় স্রেফ কাজল, লিপস্টিকেই ধরা দেন। ছবি: ফাইল চিত্র।

০৫ ০৭

রিহানা ন্যাচরাল লুকই পছন্দ গায়িকা রিহানার। বিভিন্ন অনুষ্ঠানে বিচিত্র পোশাকে হাজির হন তিনি। তবে মেকআপ থাকে সামান্যই। শুধু লিপস্টিকটাই যা ছাড়তে পারেন না। ছবি: ফাইল চিত্র।

০৬ ০৭

মার্গো রবি অস্ট্রেলিয়ান বিউটি মার্গো। ডি-গ্ল্যাম লুকে থাকতেই পছন্দ করেন। তবে ছবির প্রিমিয়ারে পরিপাটি সাজগোজ করেন। ছবি: ফাইল চিত্র।

০৭ ০৭

ডায়ান ক্রুগার প্রায় সব অভিনেত্রীরই ব্যক্তিগত বিউটিশিয়ান থাকে। একমাত্র ব্যতিক্রম ডায়ান। বেশির ভাগ সময় মেকআপ ছাড়া ঘুরে বেড়ান তিনি। একমাত্র ব্যতিক্রম চলচ্চিত্র উৎসব। সেখানে প্রফেশনালদের সাহায্য নেন। ছবি: ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement