Urvashi Rautela

একের পর এক বিতর্ক! উর্বশীর পরিবারে বড় সমস্যা, নায়িকা বললেন, ‘প্রার্থনা করুন’

পরেই সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উর্বশীর মন্তব্য নিয়েও কম বিতর্ক হয়নি। এরই মধ্যে অভিনেত্রীর জীবনে আরও ব়ড় সমস্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪২
Share:

বড় সমস্যা উর্বশীর পরিবারে। ছবি: সংগৃহীত।

একের পর এক বিতর্ক লেগেই রয়েছে উর্বশী রাউতেলার জীবনে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘ডাকু মহারাজ’। সেই ছবিতে ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে জুটি বাঁধায় অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। তার পরেই সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উর্বশীর মন্তব্য নিয়েও কম বিতর্ক হয়নি। এরই মধ্যে অভিনেত্রীর জীবনে আরও ব়ড় সমস্যা। অসুস্থ হয়ে পড়লেন উর্বশীর মা।

Advertisement

উর্বশীর ভাগ করে নেওয়া ছবি থেকেই স্পষ্ট, তাঁর মা মীরা রাউতেলা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন উর্বশীর মা। তাঁকে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। উর্বশীর মায়ের হাতে জাতীয় পতাকা। সাধারণতন্ত্র দিবস উপলক্ষেই হাতে জাতীয় পতাকা নিয়ে ছবি তুলেছেন তাঁরা। ছবির সঙ্গে উর্বশী লিখেছেন, “দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন।”

অভিনেত্রীর পোস্টে তাঁর অনুরাগীরা মীরা রাউতেলার আরোগ্য কামনা করেছেন। ১৬ জানুয়ারি সইফের ঘটনা নিয়ে উর্বশীকে প্রশ্ন করা হয়েছিল। প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেন ঠিকই। কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ‘ডাকু মহারাজ’-এর সাফল্যে। তাঁর সঙ্গে জানিয়েছিলেন, তাঁর ছবি এতটাই সাফল্য পেয়েছে যে বাবা-মা দামি দামি উপহার দিয়েছেন তাঁকে। কিন্তু সইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলি ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। এই মন্তব্যের জেরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তাঁর দিকে।

Advertisement

কেন এমন মন্তব্য করেছিলেন, সেই নিয়েও মুখ খুলেছেন উর্বশী। তাঁর দাবি, তিনি খুব বেশিই উত্তেজিত হয়ে পড়েছিলেন। সইফের উপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তত ক্ষণে গোটা বিষয়টা তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। তার সঙ্গে বাবা-মায়ের দেওয়া উপহার প্রসঙ্গেও তিনি বলেছিলেন, “বাবা-মাকে আমি খুব ভালবাসি। মনে হয়, ওঁরাই আমার ভগবান। তাই একটু বেশিই উত্তেজিত ছিলাম ওঁদের থেকে উপহার পেয়ে। নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সে দিন কিছু বলিনি। তেমন হলে, ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।”

‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরির সঙ্গে তাঁর ‘দাবিডি দিবিডি’ গান সমাজমাধ্যমে ভাইরাল। কিন্তু নেটাগরিকের একাংশের দাবি এই নাচ নাকি অত্যন্ত অশালীন। এ ছাড়াও নন্দমুরির সঙ্গে বয়সের ফারাক নিয়েও প্রশ্ন উঠেছে অভিনেত্রীর দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement