Shah Rukh Khan

গোটানো হাতার নীচে উঁকি দিচ্ছে শাহরুখের হাতঘড়ি, দাম শুনেই ভিরমি খাওয়ার জোগাড় অনুরাগীদের

দীর্ঘ দিন ধরেই বলিউডে রাজত্ব করছেন শাহরুখ। তাই তাঁর হাতে শোভাও পায় এমন ঘড়ি। তবে ঘড়ির দাম শুনে চক্ষু চড়কগাছ অনুরাগীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:২৩
Share:

আকাশছোঁয়া দামের ঘড়ি শাহরুখের হাতে। ছবি: সংগৃহীত।

বলিউডের বাদশাহ তিনি। প্রজন্মের পর প্রজন্ম তাঁর শেখানো প্রেমের ভাষায় বেঁচেছে। প্রেক্ষাগৃহে তাঁর ছবি মানেই উপচে পড়া ভিড়। শুধু অভিনয়ই নয়। পর্দার বাইরেও বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য মোহিত হয়ে শোনেন অনুরাগীরা। তাই যে কোনও অনুষ্ঠানেই তাঁর উপস্থিতি ভিড় বাড়ায়। শুক্রবারও এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। তবে তাঁর কথাবার্তা ও ব্যক্তিত্বের পাশাপাশি নজর কাড়ে তাঁর হাতঘড়িও।

Advertisement

বলিউডে দীর্ঘ দিন ধরেই শীর্ষে রয়েছেন শাহরুখ। তাই তাঁর হাতে শোভাও পায় এমন ঘড়ি। তবে ঘড়ির দাম শুনে চোখ চড়কগাছ অনুরাগীদের। সম্পূর্ণ কালো রঙের পোশাকে এ দিন অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। কানে ছোট ইয়ারস্টাড। গোটানো ছিল কালো জ্যাকেটের হাতা। তাই নজর গিয়ে পড়ে কব্জিতে। কালো বেল্টের এই ঘড়ির দাম আকাশছোঁয়া। ‘অডামাজ় পিগে’ ব্র্যান্ডের এই ঘড়ির দাম নাকি ৭৬ লক্ষ ৮৪ হাজার ৮২৫ টাকা। এখানেই শেষ নয়। ভারতে এই ঘ়ড়ির পেতে গেলে, দিতে হয় অতিরিক্ত ১৪ হাজার টাকা, শুধু মাত্র পরিবহণ খরচ হিসাবে।

এই ঘড়িতে রয়েছে কিছু বিশেষত্ব। ১৮ ক্যারাট স্যান্ড গোল্ড খচিত এই ঘড়ি সারা বিশ্বে রয়েছে মাত্র ২৫০টি। তার মধ্যে একটি রয়েছে বলিউডের বাদশাহের কাছে। হাতঘড়ি বরাবরই শাহরুখের খুব পছন্দের। তারকার বাড়ি অর্থাৎ মন্নত-এ একটি বিশেষ ঘর রয়েছে হাতঘড়ির জন্য নির্দিষ্ট। সারা বিশ্ব থেকে নানা রকমের হাত ঘড়ি সংগ্রহ করে এই ঘরেই রেখেছেন শাহরুখ। এর আগে পটেক ফিলিপ ব্র্যান্ডের একটি দামি ঘ়ড়ি পরতে দেখা গিয়েছিল শাহরুখকে। এই ঘড়ির দাম ৬০ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement