রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য এক ফ্রেমে। ছবি: ইনস্টাগ্রাম।
ডিসেম্বরে চারহাত এক হওয়ার কথা তাঁদের। তার আগেই দুর্ঘটনা। প্রিয়জনকে হারিয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এর পরেই গুঞ্জন ছড়ায়, তাঁর আর রুবেল দাসের বিয়ে নাকি স্থগিত। প্রিয়জনের মৃত্যু বিয়ে পিছিয়ে যাওয়ার কারণ। টেলিপাড়ায় এ-ও শোনা গিয়েছে, কবে বিয়ের পিঁড়িতে বসবেন রুবেল-শ্বেতা, তা এখনও স্থির হয়নি।
স্বাভাবিক ভাবেই অনুরাগীরা এই খবরে মুষড়ে পড়েছেন। তাঁদের আরও উদ্বেগ, রুবেল-শ্বেতা ঠিক আছেন তো? বিয়ে পিছিয়ে যাওয়ায় ওঁদের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়নি তো?
সেই প্রশ্নের জবাব দিতেই শুক্রবার সকালে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-র নায়িকা সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। দু’জনের ছবি দিয়ে লিখেছেন, “আমরা একসঙ্গে আছি, ভালবাসায় আছি।” সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শ্বেতার সঙ্গে। তিনি সবটা স্পষ্ট করেছেন। অভিনেত্রীর কথায়, “আমার পিসি মারা গিয়েছেন। অবশ্যই আমার প্রিয়জন। বয়স হয়েছিল যথেষ্ট। সেই খবর ভুল ভাবে ছড়িয়েছে।” তিনি আরও জানিয়েছেন, পিসির মৃত্যুর জন্য বিয়ে পিছিয়ে যাচ্ছে না। কারণ, তাঁর পিসি অবিবাহিত। সেই অনুযায়ী তাঁদের আলাদা করে কোনও অশৌচ পালন করতে হচ্ছে না।
শ্বেতা এ-ও জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই তাঁদের বিয়ে হবে এবং বিয়ে নিয়ে তাঁদের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়নি।