Swara Bhasker

স্বরার মেয়ে কোন ধর্মের আচার পালন করে! সন্তানের জন্য কাদের আশীর্বাদ চান অভিনেত্রী?

২০২৩-এ তাঁর কোলে আসে প্রথম সন্তান। নাম রাখেন রাবিয়া রামা আহমেদ। দুই ধর্ম ও সংস্কৃতির কথা মাথায় রেখেই নামকরণ হয়েছে বলে জানিয়েছেন স্বরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:৩৫
Share:

কন্যাকে কী ভাবে বড় করছেন স্বরা ও ফাহাদ? ছবি: সংগৃহীত।

যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখেন স্বরা ভাস্কর। রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকে তাঁর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। ভিন্‌‌‌‌‌‌‌‌ধর্মে বিয়ে করার জন্যই নিন্দকদের নিশানায় পড়েছেন তিনি। কিন্তু সেই সব দিকে কান দিতে নারাজ অভিনেত্রী। তিনি সম্প্রীতিতে বিশ্বাসী। তাই কন্যা রাবিয়াকে সব ধর্মের আচার-অনুষ্ঠানের সঙ্গেই অভ্যস্ত করছেন।

Advertisement

২০২৩-এ তাঁর কোলে আসে প্রথম সন্তান। নাম রাখেন রাবিয়া রামা আহমেদ। দুই ধর্ম ও সংস্কৃতির কথা মাথায় রেখেই নামকরণ হয়েছে বলে জানিয়েছেন স্বরা। কী ভাবে বড় করছেন কন্যাকে? এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। তিনি বলেছেন, “আমি কোনও ধর্মেই অবিশ্বাস করি না। রাবিয়ার জন্মের পরে আমি ফাহাদকে বলেছিলাম, ‘হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ— সব ধর্মই অনুসরণ করি চলো।’ আমরা সমস্ত ধর্মের রীতিই পালন করেছি ওর জন্মের পরে। আমি মজা করে বলেছিলাম, ‘খ্রিস্টানদের কোনও রীতি বাদ পড়ে গেল না তো!’”

সন্তান যাতে সকলের ভালবাসা ও আশীর্বাদ পায় সেই দিকে স্বরা খেয়াল রাখেন। এ কথা জানিয়েছেন ফাহাদও। তিনি বলেছেন, “ও রাবিয়াকে এই ভাবেই রক্ষা করে। সব সংস্কৃতির ইতিবাচক দিকগুলি যেন অর্জন করতে পারে রাবিয়া, সেই দিকে নজর রাখে স্বরা।” তাই রাবিয়া অসুস্থ হয়ে পড়লেই ফাহাদকে প্রার্থনা করতে বলেন অভিনেত্রী। প্রার্থনা থেকে অদ্ভুত প্রাণশক্তি পাওয়া যায় বলে মনে করেন তিনি।

Advertisement

উল্লেখ্য, ২০২৩-এর ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছিলেন তিনি। রাজনীতির ময়দান থেকেই তাঁদের প্রেম বলে জানিয়েছিলেন স্বরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement