ক্যাটরিনার সঙ্গে নিজের প্রেমিকার তুলনা করলেন আমির। ছবি: সংগৃহীত।
প্রেমে মগ্ন আমির খান। প্রেমে পড়ার কোনও নির্দিষ্ট বয়স নেই, প্রমাণ করে দিয়েছেন আমির খান। জল্পনা ছিল বহু দিন ধরেই। ৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। তার পর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরুনিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না। আবার দু’বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয় তাঁর।
গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরতা। এখন মুম্বইয়ে আমিরের সঙ্গে একত্রবাস করছেন তিনি। গৌরীর এক পুত্রসন্তান আছে বলেও জানা গিয়েছে। তার বয়স ৬। আমির নিজেই জানিয়েছেন। প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন নাকি। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি এখন গৌরী স্প্র্যাটের প্রেমে নিমজ্জিত।
তাই তাঁর কথায়, “আমার প্রেমিকা ক্যাটরিনা কইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।”
পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনেইদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তাঁর। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।
উল্লেখ্য, এক সময়ে রিনা দত্তকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন আমির খান। প্রেমের জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন। রিনার সঙ্গে দীর্ঘ দিন দাম্পত্যে ছিলেন আমির। তার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। এর পরেই অভিনেতার জীবনে এসেছিলেন কিরণ দত্ত। বিয়ে করেন তাঁরা। ২০২১-এ ফের বিচ্ছেদের পথে হাঁটেন আমির। গত দেড় বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির।