Ranhu Mondal

রানুকে নিয়ে এ বার বায়োপিক, নামভূমিকায় সুদীপ্তা?

স্ক্রিপ্ট না পড়ে, চিত্রনাট্য না জেনে কাজ করতে যে একেবারেই নারাজ তিনি, সে কথাও জানিয়ে দেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩১
Share:

রানু মণ্ডলের ভূমিকায় দেখা যেতে পারে‌ সুদীপ্তাকে। —ফাইল চিত্র।

রানু মণ্ডলের জীবনী আসতে চলেছে বড় পর্দায়। রানুর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছিল নানা জল্পনা। বারে বারেই উঠে আসছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর নাম। সোশ্যল মিডিয়াতেও রটছিল একের পর এক খবর।

Advertisement

সত্যিই কি ওই চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকে? আনন্দবাজার ডিজিটালকে বুধবার সুদীপ্তা জানালেন, বেশ কিছু দিন আগে সিনেমার পরিচালক হৃষীকেশ মণ্ডল তাঁর কাছে জানতে চান, রানুর চরিত্রে কাজ করতে তিনি আগ্রহী কি না। সুদীপ্তা পরিচালককে ছবির চিত্রনাট্য পাঠানোর জন্য বলেন এবং স্ক্রিপ্ট ভাল লাগলে কাজ করবেন বলেও জানান। সুদীপ্তার কথায়: ‘‘এর পর অনেক দিন কেটে গেলেও পরিচালকের তরফ থেকে কোনও রকম যোগাযোগ করা হয়নি।’’

স্ক্রিপ্ট না পড়ে, চিত্রনাট্য না জেনে কাজ করতে যে একেবারেই নারাজ তিনি, সে কথাও জানিয়ে দেন অভিনেত্রী। এ ব্যাপারে পরিচালক হৃষীকেশ মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘রানুদি মুম্বই থাকার জন্য ছবির রিসার্চের কাজ কিছুটা পিছিয়ে যায়। উনি ফিরেছেন, ছবির কথাবার্তা এগচ্ছে। পরের সপ্তাহেই সুদীপ্তাদির সঙ্গে ছবির স্ক্রিপ্ট নিয়ে বসার কথা ভাবছি আমরা।’’

Advertisement

আরও পড়ুন: সুখবর দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন​

আরও পড়ুন: সানি লিওনি ফিরছেন স্বমহিমায়, এ বার কামসূত্রে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement