শার্লিন চোপড়া।
মাদক-কাণ্ডে দীপিকা পাড়ুকোনের পাশাপাশি উঠে এসেছে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের নামও। করিশ্মা কাজ করেন ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’-তে।আর ওই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা অনির্বাণ দাসের বিরুদ্ধে এ বার গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। এক ভিডিয়ো শেয়ার করে শার্লিন লিখেছেন, “এই ব্যক্তিই কয়েক বছর আগে আমায় জিজ্ঞাসা করেছিল, আমার স্তন আসল না নকল? কী সাহস অনির্বাণের!”
প্রসঙ্গত, অনির্বাণের বিরুদ্ধে #মিটু-র অভিযোগ নতুন নয়। ২০১৮ সালে #মিটু নিয়ে যখন বলিউড উত্তাল, ঠিক সেই সময়েই বেশ কয়েক জন অভিনেত্রী অনির্বাণের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ‘কওয়ান’ বহিষ্কার করে অনির্বাণকে। দিন কয়েক আগে কঙ্গনা রানাউতও লেখেন, ‘অনির্বাণ এর আগেও অনেক মহিলাকে ধর্ষণ করেছে। অনেক দিন আগে একটি মেয়ে তার মাকে নিয়ে অনির্বাণের সঙ্গে দেখা করতে যায়। বাইরে মা’কে বসিয়ে রেখে মেয়েটিকে ধর্ষণ করে অনির্বাণ। মা পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। মিডিয়া তা কভারও করেছিল। কিন্তু আচমকাই সব চুপ হয়ে যায়।’
সেই সব প্রসঙ্গ টেনে এনেই শার্লিন তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘গত বছরই অনির্বাণ নামক ওই ব্যক্তি সম্পর্কে মুখ খুলেছিলাম আমি। লজ্জা করে না? ছিঃ! কত বড় সাহস, আমায় জিজ্ঞাসা করছে, আমার স্তন আসল না নকল। শুধু তা-ই নয়, আমায় বার বার ছোঁয়ার চেষ্টাও করছিল ওই ব্যক্তি। নোংরা লোক।’
আরও পড়ুন- এক সঙ্গে থাকতে থাকতে গৌরব আমার ‘ভাই’ হয়ে গিয়েছে: দেবলীনা
দীপিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিএলএলআইএফ’-এর সঙ্গেও একটা সময় ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অনির্বাণের। তাঁর নাম #মিটু কেসে জড়ানোর পর ‘টিএলএলআইএফ’-ও বিবৃতি দিয়ে অনির্বাণের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে।