কৌশানী মুখোপাধ্যায়ের মতোই সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল’ ছবিতে থাকছেন সন্দীপ্তা সেন। ছবি: ফেসবুক।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘আনন্দ কর’ ফিরছেন। ফিরছেন তাঁর সমাজসেবা নিয়ে। জানা গিয়েছে এ বারও তিনি সেই সমস্ত বিষণ্ণ, অবসাদগ্রস্তদের পাশে। যাঁরা নানা কার্যকারণে আত্মহননের পথ বেছে নেন। সৃজিতের ‘হেমলক সোসাইটি’র পরবর্তী পর্ব ‘কিলবিল’-এ এই চরিত্রকে আবারও জীবন্ত করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউড বলছে, নতুন ছবিটি ‘হেমলক সোসাইটি’র আক্ষরিক অর্থে সিক্যুয়েল নয়। ‘ফেলুদা’র মতো একে ‘আনন্দ কর’-এর ফ্র্যাঞ্চাইজ়ি বলা যেতে পারে।
বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায় সৃজিতের ‘কিলবিল’-এ।
বিষয় এক, নায়কও বদলাচ্ছেন না। তা হলে আগের ছবির নায়িকা অর্থাৎ, কোয়েল মল্লিকও কি থাকছেন? আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছে, নায়িকা বদল ঘটাচ্ছেন পরিচালক। পরমব্রতর বিপরীতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। সাম্প্রতিকতম খবর, কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, ছবিতে থাকতে পারেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়।
ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত স্বয়ং। ক্যামেরায় ইন্দ্রনাথ মারিক। পোশাক বিন্যাসে সাবর্ণী দাস। গানের দায়িত্বে কে, এখনও জানা যায়নি। তবে ‘হেমলক সোসাইটি’র গানে সুর দিয়েছিলেন অনুপম রায়। ১৫ বছর পর ফিরছে সৃজিত-সৃষ্ট চরিত্রটি। স্বাভাবিক ভাবেই তার নতুন রূপ দেখার জন্য মুখিয়ে পরিচালকের অনুরাগীরা। সব ঠিক থাকলে শুটিং শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুট হবে। ছবি কবে মুক্তি পাবে? কানাঘুষো শোনা যাচ্ছে, হয় বাংলা নববর্ষে নয়তো গরমের ছুটিতে।