ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে মিটমাট হল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের? ছবি: ফেসবুক।
ফেডারেশনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। শুক্রবার থেকে এই খবরে সরগরম টলিপাড়া। এও জানা গিয়েছে, বহু দিন ধরেই সমস্যা চলছিল। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। কী ঘটেছে তাই নিয়ে মুখ খুলতে নারাজ কৌশিক। ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যাচ্ছে না।
আনন্দবাজার অনলাইনকে এ প্রসঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘কৌশিকদার সঙ্গে কথা হয়েছে। পরিচালকের অনুরোধ, ‘তোরা এখনই কিছু করিস না। ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, সমস্যা মিটে যাবে। না মিটলে তখন দেখা যাবে।’ কৌশিকদার অনুরোধকে সম্মান জানিয়ে এখনই এই বিষয়ে কিছু বলব না।’’
ঘটনা প্রকাশ্যে আসার পর দু’দিন কেটে গিয়েছে। বিষয়টি মীমাংসার পথে কতটা এগোল?
প্রশ্নের উত্তর পেতে আনন্দবাজার অনলাইন কথা বলার চেষ্টা করেছিল পরিচালকের সঙ্গে। তাঁর ফোন বেজে গিয়েছে। কৌশিকের ছবির প্রযোজক নন্দী মুভিজ়ের কর্ণধার প্রদীপ নন্দী বলেছেন, “পুরো বিষয়টি পরিচালক দেখছেন। আমার সঙ্গে তাই কৌশিকদার কোনও কথা হয়নি। ফলে, কতটা কী অগ্রগতি হয়েছে— কিচ্ছু জানি না।” প্রসঙ্গত, পরিচালকের এটি পুজোর ছবি, নাম ‘জংলা’। নায়কের ভূমিকায় কৌশিক-পুত্র উজান গঙ্গোপাধ্যায়। বিপরীতে দুই নায়িকা। তাঁদের একজন মুম্বইয়ের।
এই ছবি নিয়ে নন্দী মুভি়জ়-এর ঝুলিতে পাঁচটি ছবি। তালিকায় ‘বিষণ্ণ’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘রান্নাবাটি’, ‘জংলা’, ‘বিবি পায়রা’। তার মধ্যে তিনটি ছবির শুটিং বাকি। এক সঙ্গে সেগুলির শুটিং শুরু হওয়ার কথা ফেব্রুয়ারিতে। তার আগে এই ঘটনা প্রযোজককে নাকি যথেষ্ট বিব্রত করেছে, এমনই শোনা যাচ্ছে টলিপাড়ায়।
২৯ জানুয়ারি থেকে কৌশিকের ছবির শুটিং শুরু হওয়ার কথা। নির্দিষ্ট দিনেই কি শুটিং শুরু হবে? রবিবার পর্যন্ত এ বিষয়েও কোনও খবর নেই প্রযোজকের কাছে। সোমবার তিনি জানতে পারবেন, নির্দিষ্ট দিনে ছবির শুটিং শুরু হবে কি না। প্রযোজক প্রদীপ এর বেশি কিছু না বললেও আগে আনন্দবাজার অনলাইনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি বাংলা বিনোদন দুনিয়ায় নতুন। তাঁর আগের তিনটি ছবি শুটিংয়ের সময় ফেডারেশন থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছিলেন।
টলিউডের অন্দরে আরও খবর, ‘জংলা’ বড় বাজেটের ছবি। এক এক দিনে নাকি ৪০০-৫০০ অভিনেতা অভিনয় করবেন। ইতিমধ্যেই ছবির পিছনে মোটা টাকা খরচ হয়ে গিয়েছে। তার পরেও শুটিং শুরুর আগে ফেডারেশনের সঙ্গে সমস্যা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন প্রযোজক।