কেন মেজাজ হারালেন সাই পল্লবী? ছবি: সংগৃহীত।
‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এই চরিত্রে অভিনয় করার জন্যই নাকি আমিষ খাবার ত্যাগ করেছেন অভিনেত্রী। এমন দাবি শুনে রাগে ফেটে পড়লেন সাই। বুধবার দক্ষিণের এক সংবাদমাধ্যম এই দাবি করেছিল। এ-ও বলা হয়, ‘রামায়ণ’ ছবির কাজ সম্পূর্ণ ভাবে শেষ না হওয়া পর্যন্ত আমিষ খাবার ছুঁয়েও দেখবেন না বলে প্রতিজ্ঞা করেছেন অভিনেত্রী। শহর বা দেশের বাইরেও নিজের ব্যক্তিগত রাঁধুনিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সাই। তিনিই নাকি সাইকে নিরামিষ খাবার রেঁধে দিচ্ছেন।
ক্রুদ্ধ সাই বলেছেন, “প্রত্যেক বার মনে হয়, আমি চুপ করে থাকি, এই সব ভিত্তিহীন ও মিথ্যা কথায় ভরা খবর দেখে। মনে হয়, কিছু বলব না এই ধরনের গুজব নিয়ে। কিন্তু এ বার সময় এসেছে, কারণ একের পর এক ঘটেই চলেছে। বিশেষ করে আমার ছবি মুক্তির সময় এগুলো করা হয়। এর পরে এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ালে আমি কিন্তু আইনি পদক্ষেপ করব।”
একাধিক সাক্ষাৎকারে সাই নিজেই বলেছেন, তিনি বরাবরই নিরামিষাশী। ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। তাঁকে নিয়েও একই রকমের খবর ছড়ায়। গুঞ্জন, রামের চরিত্রে অভিনয় করার জন্য নাকি মদ-মাংস সব ত্যাগ করেছেন তিনি।
তবে রামের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নাকি খুব খুশি। অভিনেতার কথায়, “আমি এই মুহূর্তে আমি ‘রামায়ণ’-এ কাজ করছি। আমার শৈশবের বন্ধু নমিত মলহোত্র খুব নিষ্ঠার সঙ্গে এই ছবি তৈরি করছেন। সারা বিশ্ব থেকে সেরা শিল্পীদের নিয়ে কাজ করছে। কলাকুশলীরা প্রত্যেকে খুব সৃজনশীল। রামের চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। এটা আমার কাছে বড় স্বপ্ন ছিল। এই ছবিতে সব কিছু রয়েছে। পরিবার, স্বামী-স্ত্রী সম্পর্কের সমীকরণ— ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এমন অনেক কিছু শেখাবে এই ছবি।”
আগেই জানা গিয়েছে, দু’টি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। এর প্রথম অংশ মুক্তি পাবে ২০২৬ সালে। দ্বিতীয় অংশ মুক্তি পাবে ২০২৭ সালে।