Ritabhari Chakraborty

কবে বিয়ে করছেন ঋতাভরী, জানালেন নিজেই

এই শীতে কি বাজবে ঋতাভরীর বিয়ের সানাই?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ১৩:৩৬
Share:

ঋতাভরী চক্রবর্তী।

টলিউডে এখন বিয়ের মরশুম। অনির্বাণের পর সাত পাক ঘুরতে চলেছেন গৌরব-দেবলীনা, নীল-তৃণারাও।
এমনকী অঙ্কুশও যে খুব ‘শীঘ্রই’ শুভ কাজ সারবেন, সে কথা নিজেই আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন।

এঁদের সঙ্গেই এই শীতে কি বাজবে ঋতাভরীর বিয়ের সানাই?

ভাবছেন, হঠাৎ এই প্রশ্ন কেন! ডিসেম্বরের সাত সকালে ঋতাভরী নিজেই উস্কে দিলেন জল্পনা।
ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে গল্প করার জন্য লাইভে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই আবার মুখোমুখি সেই বহুশ্রুত প্রশ্নের, ‘কবে বিয়ে করছেন ঋতাভরী?’

এড়িয়ে যাওয়ার পাত্রী তিনি নন। হাসিমুখেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উত্তর দিলেন অভিনেত্রী। সাসপেন্স বজায় রেখেই বললেন, ‘সেটা তো এখন বলা যাবে না’। অর্থাৎ বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেই ‘গোপন কথা’ এখনও গোপনেই রাখতে চান ঋতাভরী।

এরপরেও আরও অনেক প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। তাঁর পড়াশোনা থেকে শুরু করে প্রিয় খাবার, একে একে তাঁকে নিয়ে অনুরাগীদের সব কৌতূহল মেটান ঋতাভরী। অভিনেত্রী জানান, যাদবপুর থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস আঞ্জেলেস থেকে তিনি বর্তমানে পড়াশোনা করছেন। পাশাপাশি নিজেই ইউটিউব চ্যানেল নিয়েও কথা বলেন ঋতাভরী।

এই লাইভের শেষের দিকে ঋতাভরী জানান, খুব শীঘ্রই তাঁর প্রোডাকশন থেকে দু’টি গান মুক্তি পাবে। এই প্রথম হিন্দিতে গান গেয়েছেন বলে নিজের ফেসবুক পেজে জানিয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement