Ritabhari Chakraborty

ঠোঁটে লাল লিপস্টিক, জন্মদিনে ব্র্যাড পিটকে চুমুতে ভরিয়ে দিলেন ঋতাভরী!

শুক্রবার অভিনেত্রীর প্রিয় নায়ক ব্র্যাড পিটের জন্মদিন ছিল। আর তাঁকেই চুমুতে ভরালেন ঋতাভরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৪:১৪
Share:

ঋতাভরী চক্রবর্তী।

প্রিয় নায়কের জন্মদিনে ভালবেসে তাঁর গালে যদি একটা চুমু এঁকে দিতে পারেন, কেমন লাগবে ভাবুন তো!

Advertisement

ব্যাপারটা বেশ রোম্যান্টিক, তাই না? স্বপ্নের মতোই লাগে!

ঋতাভরী চক্রবর্তী কিন্তু সেই স্বপ্নপূরণ করেছেন। প্রিয় নায়কের জন্মদিন শেষ হওয়ার কিছু ক্ষণ আগেই ভালবেসে চুমুতে ভরিয়ে দিয়েছেন তাঁকে। শুধু তাই নয়, রীতিমতো ফেসবুকে শো-অফও করলেন অভিনেত্রী।

Advertisement

শুক্রবার অভিনেত্রীর প্রিয় নায়ক ব্র্যাড পিটের জন্মদিন ছিল। আর তাঁকেই চুমুতে ভরালেন ঋতাভরী। না না! ব্র্যাড পিট আমেরিকা থেকে ভারতে উড়ে আসেননি। তবে কি প্রিয় নায়কের সঙ্গে দেখা করতে ঋতাভরী পাড়ি দিলেন হলিউডে? না, তিনিও এখানেই একগুচ্ছ কাজ নিয়ে ব্যস্ত।

তবে বিষয়টা ঘটল কী ভাবে?

অভিনেত্রীর ফেসবুক পেজে চোখ রাখলেই মিলবে এর উত্তর। ব্র্যাড পিটের একটি পুতুল রয়েছে ঋতাভরীর কাছে। সেই পুতুলকেই ভালবেসে চুমু দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটালেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার জীবনের অন্যতম ভালবাসা ব্র্যাড পিটকে। সকলে জানে আমি তাঁকে কতটা ভালবাসি।’ এর সঙ্গেই হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিলেন ‘ব্র্যাড পিট ফ্যান ফর লাইফ’। অর্থাৎ হলিউডের এই নায়ককে তিনি কতটা ভালবাসেন, তা আরও এক বার মনে করিয়ে দিলেন অনুরাগীদের।

আগামী রবিবার মুক্তি পাবে ঋতাভরীর প্রথম বাংলা সিঙ্গল ‘রূপসাগরে’। এই গান আবার সকলকে তাঁদের ছোটবেলার দিনগুলি ফিরিয়ে দেবে, এমনটাই আশা করছেন তিনি।

আরও পড়ুন: বেবি বাম্প সত্যি না মিথ্যে? উত্তর দিলেন নেহা-রোহনপ্রীত

আরও পড়ুন: মথুরামোহন বন্দি নীলকরের হাতে, রানিমার দিকে বন্দুক তাক করল বাড়ির মেয়েরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement