Poonam pandey

অন্তর্বাস নেই, টলমল বুকের উপর কোনও রকমে চেপে ধরা কোট, ক্যামেরার সামনে অস্বস্তিতে পুনম

সবার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়তে দেখা গেল পুনমকে। হাত দিয়ে বার বার বুকের উপর চেপে ধরছিলেন কোট, যাতে পাশ থেকে ক্যামেরায় তাঁর স্তন না বেআব্রু হয়ে পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১২:৫২
Share:

মডেল-অভিনেত্রী পুনম অবশ্য প্রায়ই চমক রেখে চলেন, শরীরী আবেদনে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন উষ্ণতা। ছবি—সংগৃহীত

শ্যামলা ত্বকে সাদা পোশাক পরে প্রায়ই নজর কাড়েন অভিনেত্রী পুনম পাণ্ডে। সাদায় তিনি আরও বেশি দীপ্তিময়ী, এ কথা কে না জানে! তবে সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে সম্পূর্ণ অন্য রূপে চমকে দিলেন ‘নাশা’-র নায়িকা। সাদা কোট, সাদা প্যান্টেই ঝলমল করছিলেন পুনম, তবে ভিতরে পরেননি আর কিছুই। কোটের বোতাম খোলা, অন্তর্বাসহীন বক্ষযুগল উন্মুক্ত, তার উপর ভূষণ হয়েছে রূপোর ভারী নেকলেস। স্তনখাঁজকে অলঙ্কৃত করেছে পুনমের অলঙ্কার। চুল মাথার পিছনে বাঁধা। ঠোঁটে গাঢ় লিপস্টিক। হাতে কালো পার্স। সেই বেশেই রেড কার্পেট হাঁটলেন পুনম।

Advertisement

যদিও পোশাক নিয়ে অস্বস্তিতে পড়তে দেখা গেল তাঁকে। হাত দিয়ে বার বার বুকের উপর চেপে ধরছিলেন কোট, যাতে পাশ থেকে ক্যামেরায় তাঁর স্তন না বেআব্রু হয়ে পড়ে। সেই ভিডিয়ো ভাইরাল হল নেটদুনিয়ায়। পুনমের সঙ্গে তুলনা চলল উরফি জাভেদের। মন্তব্য ভেসে এল, “এ বার থেকে উরফিকে শুধু দোষ দেওয়ার মানে হয় না।” আবার কেউ বললেন, “উরফিকে অনেক স্বচ্ছন্দ দেখায় খোলামেলা পোশাকে, পুনম কিন্তু পারছেন না।” কেউ মন্তব্য করলেন, “একটুও ভাল দেখাচ্ছে না ওঁকে!” পুনমকে দেখে নেতিবাচক মন্তব্যে ছেয়ে গেল সমাজমাধ্যম।

মডেল-অভিনেত্রী পুনম অবশ্য প্রায়ই চমক রেখে চলেন, শরীরী আবেদনে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন উষ্ণতা। ২০১৩ সালে রোম্যান্টিক ছবি ‘নাশা’ দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন পুনম। ২০২২ সালে কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপ’-এও নজর কাড়েন তিনি। বলিউডের গোপন উন্মাদনা তিনি। পেশাদার জীবনের থেকে তাঁর ব্যক্তিগত জীবনই বেশি খবরে থাকে। তাঁকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। পর্দায় হোক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে— উষ্ণ আবেদন রেখেই চলেন ৩১ বছরের তারকা। মধ্যরাতেও তাঁর লাইভে জড়ো হন হাজার হাজার অনুরাগী। ২০২০ সালে প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেছিলেন অভিনেত্রী, তবে দাম্পত্য স্থায়ী হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement