Monami Ghosh

লক্ষ্মী পুজোর দিন বাপ্পি লাহিড়ীর বাড়িতে মনামী, কেমন কাটল?

পুজোর আগে থেকেই মুম্বইয়ে রয়েছেন মনামী ঘোষ। অভিনেত্রীর পুজোর গানের ভিডিয়ো বিপুল জনপ্রিয় হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৮:৪৫
Share:

বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজোয় মনামী ঘোষ। ছবি: ফেসবুক।

এই মুহূর্তে তিনি মুম্বইয়ে রয়েছেন। পুজোর আগেই মুম্বইয়ে পাড়ি দিয়েছেন মনামী ঘোষ। মুম্বইয়ে দুর্গাপুজো কাটানোর পর লক্ষ্মীপুজোর দিন অভিনেত্রী পৌঁছে গেলেন বাপ্পি লাহিড়ীর বাড়িতে। প্রয়াত সঙ্গীত শিল্পীর বাড়িতে প্রতি বছরেই ধুমধাম করে লক্ষ্মীপুজো হয়ে। এ বারে মনামী সেখানে বিশেষ অতিথি।

Advertisement

মুম্বইয়ের বিখ্যাত লাহিড়ী বাড়ির লক্ষ্মীপুজোয় মনামী কী করছেন? গত বছর ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন বাপ্পি। সে দিন মুম্বইয়ে ছিলেন বলে শিল্পীর পরিবারের সঙ্গে দেখা করেন মনামী। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বললেন, ‘‘আমার পাশাপাশি বাপ্পিদার নাতি রিগো (স্বস্তিক বনসল) ওর একটা হিন্দি গান বিভিন্ন পুজো প্যান্ডেলে প্রচার করছিল। শনিবার সেই সূত্রেই ওদের বাড়িতে গিয়েছিলাম।’’

বাপ্পি লাহিড়ীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে মনামীর। অভিনেত্রী জানালেন, পুজোর দিনে সুনীল শেট্টি, জয়া ভট্টাচার্য এসেছিলেন। বাপ্পি লাহিড়ীকে ছাড়াই লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তাই পুজোয় ছিল বিষণ্ণতার ছোঁয়া। মনামীর কথায়, ‘‘বাপ্পিদার স্ত্রী নিজের হাতে নাড়ু তৈরি করেছিলেন। এই নাড়ুর বেশ সুখ্যাতি রয়েছে। সকলে মিলে খুব ভাল একটা সন্ধ্যা কাটালাম।’’

Advertisement

কিন্তু কলকাতা ছেড়ে হঠাৎ এ বার মুম্বইয়ে পুজো কেন কাটালেন মনামী? আসলে পুজোর আগেই অভিনেত্রীর পুজোর গান ‘আইল উমা বাড়িতে’ মুক্তি পেয়েছে। মনামী বললেন, ‘‘মূলত গানটার প্রচারের জন্যই এ বার মুম্বইয়ে এসেছিলাম। পুজোর সময় মুম্বইয়ে আশপাশ থেকে প্রচুর বাঙালি আসেন। খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। অনেকে তো আমাকে এই গানে নেচেও দেখিয়েছেন।’’

মনামীর পুজোর গান জনপ্রিয় হয়েছে। অভিনেত্রী জানালেন, দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকেও তিনি শ্রোতাদের প্রতিক্রিয়া পেয়েছেন। মনামী বললেন, ‘‘ভাগ্যশ্রী আমার গানে রিল তৈরি করেছেন। একটি ক্যানসার আক্রান্ত বাচ্চা মেয়ে এই নাচ করেছে। আরও অনেকে রয়েছেন, যাঁদের এই মিউজ়িক ভিডিয়োটা নানা ভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। এটা আমার কাছে বিশাল প্রাপ্তি।’’ মনামী জানালেন, কালীপুজোর আগে তিনি কলকাতায় ফিরতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement