Mohena Kumari Singh

করোনায় আক্রান্ত অভিনেত্রী, পজেটিভ বাড়ির আরও ২২ জন

সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মোহেনা। সেখানে তিনি লেখেন, "ঘুমোতে পারছি না। কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রার্থনা করছি সব কিছু যাতে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সবাই খোঁজ নিচ্ছেন, তার জন্য ধন্যবাদ।"

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০২০ ১৭:০৯
Share:

মোহেনা

করোনা সংক্রমণ প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় দু’ লক্ষ। করোনা রেহাই দেয়নি বলিউডকেও। কণিকা কপূর, সাজিদ খানের পর এ বার করোনা আক্রান্ত হলেন ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলতা’ খ্যাত মোহেনা কুমারি সিংহ। শুধু তাই নয়, মোহেনা ছাড়াও তাঁর শ্বশুর, শাশুড়ি, স্বামী সহ পরিবারের আরও ২২ জন সদস্যও আক্রান্ত হয়েছেন এই মারণরোগে। মোহনার স্বামী উত্তর প্রদেশে ক্যাবিনেট মন্ত্রী সুয়েশ রাওয়েত। তাঁর শ্বশুর উত্তরাখন্ডের পর্যটক মন্ত্রী সতপাল মহারাজ। আপাতত করোনা আক্রান্ত তাঁরাও। বিভিন্ন সুত্র থেকে জানা যাচ্ছে আক্রান্তদের মধ্যে মোহনার শাশুরি, ননদ এবং তাঁর পাঁচ বছরের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাকি সদস্যদের সংক্রমণের গুরুতর কোনও লক্ষণ দেখা না দেওয়ায় আপাতত বাড়িতেই চিকিৎসা হচ্ছে তাঁদের।

Advertisement

সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মোহেনা। সেখানে তিনি লেখেন, "ঘুমোতে পারছি না। কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রার্থনা করছি সব কিছু যাতে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সবাই খোঁজ নিচ্ছেন, তার জন্য ধন্যবাদ।"

🙏🏽

Advertisement

A post shared by Mohena Kumari Singh (@mohenakumari) on

গত বছর ১৪ অক্টোবর সুয়েশ রাওয়েতকে বিয়ে করেন মোহেনা। তিনি নিজেও রাজ পরিবারের সন্তান। মধ্যপ্রদেশের রেওয়ার রাজা পুষ্পরাজ সিংহ মোহেনার বাবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement