Mahira Khan

করোনা আক্রান্ত ‘রইস’ খ্যাত অভিনেত্রী মাহিরা খান

অনুরাগীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে বলেছেন মাহিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৭:০৪
Share:

মাহিরা খান।

করোনা আক্রান্ত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। কিছুক্ষণ আগে নিজেই ইনস্টাগ্রামে জানালেন সে কথা।

তিনি লিখলেন, ‘আমি কোভিড-১৯ আক্রান্ত। এখন আইসোলেশনে আছি এবং বিগত কয়েক দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও জানিয়েছি’।

কঠিন সময় অভিনেত্রীর জন্য। তবে তিনি আশাবাদী, খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে।

তাঁর আরও সংযোজন, ‘দয়া করে সকলে মাস্ক ব্যবহার করুন এবং অন্যান্য নিয়ম মেনে চলুন, নিজেদের এবং বাকিদের জন্য’।

অনুরাগীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে বলেছেন মাহিরা। তার সঙ্গেই কোয়রান্টিনে সময় কাটানোর জন্য ভাল ছবির হদিশও জানতে চেয়েছেন অভিনেত্রী।

Advertisement

A post shared by Mahira Khan (@mahirahkhan)

২০১৭ সালে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন মাহিরা। সেটিই ছিল বলিউডে তাঁর প্রথম ছবি। এর পর অবশ্য আর বলিউডে কাজ করেননি মাহিরা।

Advertisement

আরও পড়ুন: নিজের কি‌উটি পাইয়ের সঙ্গে সমুদ্র সৈকতে প্রিয়ঙ্কা সরকার

এক সময় রণবীর কপূরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। নিউ ইয়র্কে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের একটি ছবি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক সৃষ্টি হয় দুই দেশের প্রথম সারির দুই তারকাকে নিয়ে। সেই ছবিতে মাহিরাকে রণবীরের সামনে সিগারেট খেতে দেখা যায়। তাঁর পোশাকের ধরন এবং প্রকাশ্যে ধূমপান করা নিয়ে রোষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

আরও পড়ুন: দেহরক্ষীর জন্মদিন পালন, কেক খাওয়াতে গেলে মুখ ফেরান সলমন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement