Kriti Sanon

কোভিড আক্রান্ত বলিউড অভিনেত্রী কৃতী স্যানন

চণ্ডীগড়ে রাজকুমার রাওয়ের সঙ্গে নতুন ছবির শ্যুটিং চলছিল কৃতীর। গত সপ্তাহেই চণ্ডীগড় থেকে ফিরেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৬:৩৬
Share:

কৃতী স্যানন।

কোভিড আক্রান্ত কৃতী স্যানন। তারকা ফটোগ্রাফার বিরাল ভয়ানি সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। যদিও বলিউড অভিনেত্রী নিজে কিছু জানাননি এখনও পর্যন্ত।

Advertisement

এক সপ্তাহ আগে অভিনেতা বরুণ ধবন ও নীতু কপূর কোভিডে আক্রান্ত হয়েছেন। নভেম্বর থেকে ‘যুগ যুগ জিয়ো’ ছবির শ্যুটিং চলছিল চণ্ডীগড়ে। বরুণ ধবন, নীতু কপূর, কিয়ারা আডবাণীর ও অনিল কপূর সহ গোটা কাস্ট ও ক্রিউয়ের করোনা পরীক্ষা করা হয়েছিল। কিয়ারা ও অনিল কপূরের রিপোর্ট নেগেটিভ এলেও বরুণ ও নীতুর রিপোর্ট পজিটিভ আসে।

সেই চণ্ডীগড়েই রাজকুমার রাওয়ের সঙ্গে নতুন ছবির শ্যুটিং চলছিল কৃতীর। গত সপ্তাহেই চণ্ডীগড় থেকে ফিরেছেন তিনি।

Advertisement

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: অনিল কপূরের রিপোর্ট নেগেটিভ, করোনা আক্রান্ত বরুণ ধবন ও নীতু কপূর

ভয়ানি লিখেছেন, ‘প্রভূত সতর্কতা নিয়েছিলেন কৃতী। কিন্তু একেই বলে দুর্ভাগ্য। সম্প্রতি তিনি চণ্ডীগড় থেকে মুম্বই ফিরেছেন। যেখানে তিনি আগামী ছবির শ্যুটিং করছিলেন রাজকুমার রাওয়ের সঙ্গে। কৃতী এমনকি আমাদের বলেছিলেন যে, এক মুহূর্তের জন্যেও মাস্ক খুলে রাখতে চান না তিনি।’

আরও পড়ুন: স্বচক্ষে দেখলাম অভিষেক বচ্চন ‘ডেড বডি’ টেনে নিয়ে যাচ্ছেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement