Kajol

‘আমার সঙ্গে কথা বলো না’, অনুরাগীদের উদ্দেশে বার্তা কাজলের

কেন? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন অভিনেত্রীর?  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৪
Share:

কাজল।

‘কভি খুশি কভি গম’-এর অঞ্জলির সঙ্গে বিশেষ ফারাক নেই তাঁর। তিনি যে কথা বলতে ভালবাসেন, এ কথা বলিউডে অজানা নয়। কিন্তু এ বার তাঁর সঙ্গে কথা বলতে অনুরাগীদের বারণ করে দিলেন কাজল।

কেন? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন অভিনেত্রীর?

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাজল। কপালে টিপ, চোখে কাজল, কানে ভারী দুল আর শাড়িতে সেজে উঠেছেন তিনি। এত দূর অবধি সবটাই ঠিক ছিল। তাল কাটল ছবির ক্যাপশন দেখার পর। সেখানে কাজল নিদান দিয়েছেন, তাঁর সঙ্গে কথা না বলার। লিখেছেন, ‘আমার সঙ্গে কথা বলো না, কারণ আমি ২ ঘণ্টা কথা বলব। আর তারপর আমার আর কোনও কাজ হবে না।’

Advertisement

কাজলের এই পোস্টে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। অভিনেত্রীকে সম্প্রতি দেখা গিয়েছে নেটফ্লিক্সের ‘ত্রিভঙ্গ’ ছবিতে। সেখানে একজন ওড়িশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে কাজলকে। রেণুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও দেখা গিয়েছে তন্বী আজমি এবং মিথিলা পালকরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement