ধারাবাহিক ‘ফুলকি’তে দিব্যাণী মণ্ডল। ছবি: ফেসবুক।
ছোট পর্দার নায়িকাদের সময় মোটেই ভাল যাচ্ছে না। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, প্রাণসংশয় ধারাবাহিক ‘কথা’র নায়িকা ‘কথা’ ওরফে ‘গোবর দেবী’র। খলনায়ক প্রান্তিক বিশ্বাসের কারসাজিতে সে মৃত্যুর মুখোমুখি। নায়িকাকে বাঁচাতে গিয়ে মরণাপন্ন দশা নায়ক ‘এভি’র। দৃশ্য জীবন্ত করতে গিয়ে ভরা শীতে নকল বৃষ্টিতে ভিজে একশা সাহেব ভট্টাচার্য (এভি), সুস্মিতা দে (কথা)। এটি দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের আগামী পর্বে।
এ বার নাকি জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’র নায়িকার পালা! টেলিপাড়া সূত্রে আনন্দবাজার অনলাইনের কাছে খবর, পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের এই ধারাবাহিকেও নাকি আগামী পর্বে বড় চমক আসতে চলেছে। খলনায়কের চক্রান্ত, নায়িকাকে মেরে ফেলতে হবে। কারণ, সামনেই তার বক্সিং প্রতিযোগিতা। ‘ফুলকি’ যাতে জিততে না পারে, তাই ষড়যন্ত্র। কিন্তু কপাল ফেরে নায়িকার বদলে নায়ক আক্রান্ত। স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার রোহিত রায়চৌধুরী। এ-ও জানা গিয়েছে, সোমবার এই পর্বের শুটিং চলেছে পুরোদমে। নতুন পর্বে দেখা যাবে, কোনও মতে প্রাণে বাঁচলেও হাসপাতালে ‘রোহিত’ ওরফে অভিষেক বসু।
‘ফুলকি’ ধারাবাহিকে অভিষেক বসু। ছবি: ফেসবুক
‘ফুলকি’ ওরফে দিব্যাণী মণ্ডলের সামনে অগ্নিপরীক্ষা। সে বক্সিং প্রতিযোগিতায় মন দেবে? নাকি স্বামীকে বাঁচাতে প্রতিযোগিতা থেকে সরে আসবে? আপাতত এই টানটান উত্তেজনা দর্শকমনে ছড়িয়ে দিতে চলেছে ধারাবাহিকটি। গত কয়েক সপ্তাহ ধরে রেটিং চার্টে প্রথম স্থান দখল করেছিল ‘ফুলকি’। গত সপ্তাহে সেই জায়গায় ‘কথা’। চলতি সপ্তাহে জায়গা দখল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দুই ধারাবাহিকের মধ্যে। টেলিপাড়ায় চর্চা, পর্বে চমক আনতে কাকতালীয় ভাবে দুই নায়িকাই তাই মৃত্যুর মুখোমুখি!